পঙ্গপাল থেকে সার আর হাঁস-মুরগি-গরুর খাবার

কেনিয়ার কিছু অঞ্চল এখন পঙ্গপালের দখলে৷ যেখানে যাবেন সেখানেই পঙ্গপাল৷ ক্ষেতের সব ফসল যাচ্ছে পঙ্গপালের পেটে৷ নিরুপায় কৃষক তাই পঙ্গপাল বিক্রি করেই বাঁচার চেষ্টায়৷

ছুটে আসে আতঙ্ক
একদিনে ১৫০ কিলোমিটার দূরে উড়ে যেতে পারে পঙ্গপালের ঝাঁক৷ এক কিলোমিটার দৈর্ঘ্যের এক ঝাঁকে থাকে চার থেকে আট কোটি পঙ্গপাল৷ তাই পঙ্গপাল ওড়া মানে আকাশ প্রায় অন্ধকার আর মাটিতে নামা মানে মহা সর্বনাশ৷

রাস্তায় পঙ্গপাল
কেনিয়ার রুমুরুতি শহরে শান্তিতে পথ চলা দায়৷ ছবির এই মোটরসাইকেল আরোহী তো পঙ্গপালের উৎপাতে পথই দেখতে পারছেন না৷
[১] দ্য হিন্দু’র প্রতিবেদন : ভারত কি বিশ্বজুড়ে বন্ধু হারাচ্ছে? ≣ [১] ফকিরহাটে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ অনুষ্ঠিত ≣ [১] আক্কেলপুরে সাংবাদিক সফির প্রাণনাশের চেষ্টা, গ্রেপ্তার ১

পঙ্গপালের সঙ্গে খেলা
রুমুরুতি শহরের নাইপেরেরে এলাকায় এক শিশুর পঙ্গপাল ধরার চেষ্টা৷ পঙ্গপালের ঝাঁকের পেছনে ছোটা তার কাছে প্রিয় খেলা!

কৃষকদের সর্বনাশ
পঙ্গপাল আসে খাবারের খোঁজে৷ সবুজ পাতা আর ক্ষেতের ফসল তাদের খাবার৷ তাই যে অঞ্চলেই পঙ্গপালের ঝাঁক সেখানে অল্প সময়ের মধ্যেই সব ফসল শেষ৷

Kenia BG l Bauern reagieren – Aus einer Heuschreckenplage wird Tierfutter
কৃষকের পাশে দ্য বাগ পিকচার
কৃষকদের এই দুর্দিনে পাশে দাঁড়িয়েছে স্টার্ট-আপ কোম্পানি দ্য বাগ পিকচার৷ বিজ্ঞানীদের সহায়তায় কৃষকদের পাশে দাঁড়ানোর অভিনব এক উপায় বের করেছে তারা৷ ফলে কৃষকদের মলিন মুখে দেখা যাচ্ছে মৃদু হাসি৷

Kenia BG l Bauern reagieren – Aus einer Heuschreckenplage wird Tierfutter
আশাহতদের জন্য একটু আশা
কৃষকদের ক্ষেতের ফসল পঙ্গপালের পেটে যেতে দেখে শুধু হায় হায় না করে পঙ্গপাল দিয়েই সামান্য আয়ের ব্যবস্থা করে দিয়েছে দ্য বাগ পিকচার৷ ক্ষেত থেকে পঙ্গপাল ধরে তা বিক্রি করেই আনন্দ পাচ্ছেন কৃষকরা৷ ওপরের ছবিতে বাগ পিকচারের কাছে বিক্রি করার জন্য পঙ্গপাল ধরছেন এক কৃষক৷

Kenia BG l Bauern reagieren – Aus einer Heuschreckenplage wird Tierfutter
পঙ্গপাল বেচে অর্থ উপার্জন
পঙ্গপাল ধরে নিয়ে এসেছেন এক কৃষক৷ ওজন করে পঙ্গপাল রেখে বিনিময়ে প্রতি কেজি ৫০ কেনীয় শিলিং (০.৪৫৬৬ ডলার) হিসেবে প্রাপ্য বুঝিয়ে দেয়া হচ্ছে তাকে৷ দ্য বাগ পিকচারের এক ফিল্ড অফিসার দেখছেন কৃষককে ঠিকভাবে টাকা দেয়া হচ্ছে কিনা।

Kenia BG l Bauern reagieren – Aus einer Heuschreckenplage wird Tierfutter
বস্তাভর্তি পঙ্গপাল
কৃষকদের কাছ থেকে কেনা সব পঙ্গপাল এভাবে বস্তায় ভরে ফেলেন দ্য বাগ পিকচারের কর্মীরা৷ ওপরের ছবিতে পঙ্গপালের বস্তা ট্রাকে তোলার দৃশ্য৷

Kenia BG l Bauern reagieren – Aus einer Heuschreckenplage wird Tierfutter
পঙ্গপালের দফারফা
বস্তায় ভরে আনা পঙ্গপাল প্রথমে ভালো করে শুকানো হয়৷ তারপর এভাবে গুঁড়ো হয়ে যায় সব রাক্ষুসে পোকা৷

Kenia BG l Bauern reagieren – Aus einer Heuschreckenplage wird Tierfutter
পুষ্টিকর খাবার
ওপরের ছবিতে এক পরীক্ষাগারে শুকনো পঙ্গপালের গুঁড়োর প্রোটিনের মাত্রা পরীক্ষা করে দেখছেন এক বিজ্ঞানী৷ দেখা গেছে, পঙ্গপালের গুঁড়ো পশুখাদ্য হিসেবে দারুণ৷

Kenia BG l Bauern reagieren – Aus einer Heuschreckenplage wird Tierfutter
পঙ্গপালের জৈবসার
পঙ্গপালের গুঁড়োর তৈরি জৈবসার ফসলের ফলন বাড়াতে সহায়তা করে৷ তাই কেনিয়ায় সার হিসেবেও সংরক্ষণ করা হচ্ছে পঙ্গপাল৷ ওপরের ছবিতে হাঁড়ি ভর্তি পশুখাদ্য৷ হ্যাঁ, সবই পঙ্গপালের গুঁড়ো দিয়ে তৈরি৷

Kenia BG l Bauern reagieren – Aus einer Heuschreckenplage wird Tierfutter
হাঁস-মুরগি-গরুর পেটে
ছবির এই মুরগিকে খাওয়ানো হয়েছে পঙ্গপাল গুঁড়ো করে বানানো খাবার৷ এ খাবার গবাদি পশুসহ আরো কিছু প্রাণীর পেটে যাচ্ছে এখন৷

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *