নেদারল্যান্ডের নির্বাচনে জয় লাভ করলো মুসলিম জলবায়ু নারীকর্মী

দেশটির সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়নি তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বাউচলখিটের জয়ের প্রাথমিক ফলাফল নিশ্চিত করা হয়েছে। নিউজ আরব, আল-আরাবিয়া, টুইটার

[৩] কৌথার বাউচলখিট টুইটারে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি সাম্য ও ন্যায়বিচারের জন্য কাজ করে যাবো।

[৪] মুসলিম এই নারীর ডানপন্থী প্রচার প্রচারণার কারণে আন্তর্জাতিক মিডিয়ায় আলোচনায় ছিলেন।
[১] করোনায় যুক্তরাষ্ট্র ও বৃটেনের পর সবচেয়ে বেশি বাংলাদেশি মারা গেছেন সৌদি আরবে ≣ জেনারেল মইন ইউ আহমেদ-এর বই থেকে
‘ওয়ান ইলেভেনের’ দিন যা করেন বঙ্গভবনে ≣ মাগো, ভাল থেকো, জেনে রেখো, তোমার ছেলে বলে কেউ নাই…

[৫] ২৬ বছর বয়সী এই মুসলিম নারী ব্রাদারহুডের কর্মী বলে বিতর্ক উঠলেও তিনি তা অস্বীকার করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ ছিলো, তিনি ইহুদি বিরোধী। কিন্তু তিনি বলেছেন, আমি ইহুদি বিরোধী নই বরং আমি তাদের কর্মকাণ্ডের নিন্দা করি মাত্র।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *