নিয়ম ভঙ্গের কোনো অভিযোগ আসেনি – শহীদুজ্জামান সেলিম

টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিম। দীর্ঘ সময় ধরে অভিনয় করে চলেছেন। তবে করোনার কারণে ঘরবন্দি হয়ে আছেন এই অভিনেতা। গত মাস থেকে ছোট পর্দার শুটিং শুরু হয়েছে। অনেকে শুটিং করছেন। আবার কেউ কেউ ক্যামেরার সামনে দাড়াতে আরো সময় নিতে চান। শহীদুজ্জামান সেলিম তার শুটিংয়ে ফেরা নিয়ে বলেন, আমি ভীতু প্রকৃতির মানুষ। তাই এখনো শুটিং করছি না।
ঠিক কবে শুটিং করবো সেটিও নিশ্চিত নয়। এদিকে সেলিমের স্ত্রী রোজী সিদ্দিকী শুটিং শুরু করেছেন। একইঘরে থেকে একজন শুটিং করছেন আরেকজন করছেন না। বিষয়টি নিয়ে এ অভিনেতা বলেন, আমি প্রথমেই বলেছি আমি ভীতু মানুষ। তাই রিস্ক নিতে চাই না। রোজী তার সেফটি নিয়েই কাজ করছে। যারা সাচ্ছ্বন্দ্যবোধ করবে তাদের কাজ করতে সমস্যা নেই। স্বাস্থ্যবিধি ও কিছু নিয়ম-নীতি মেনে শুটিং করার অনুমতি দেয় নাটকের অন্তঃসংগঠনগুলো। এই ক্ষেত্রে নিয়ম নীতি কেমন মানা হচ্ছে? তিনি বলেন, শুটিং স্পট তো পুরোপুরি পরিচালকের দখলে। সেখানে কেউ যদি নিয়ম না মানে তার নির্মাতা দেখবেন। আমাদের কাছে এখনো নিয়ম ভঙ্গের কোনো অভিযোগ আসেনি। অভিনয় শিল্পী সংঘ থেকে শিল্পীদের সহযোগিতার জন্য বেশ কিছু কার্যক্রম নেওয়া হয়েছিলো। সেটি কোন পর্যায়ে আছে? অভিনয় শিল্পী সংঘের সভাপতি সেলিম বলেন, আমাদের কার্যক্রম চলমান আছে। গেল মাসেও আমরা কিছু সহযোগিতা করেছি শিল্পীদের। সরকারি পর্যায় থেকে কি কোনো সহযোগিতা পেয়েছেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো কোনো সহযোগিতা আসেনি সরকারের কাছ থেকে। আমরা আবেদন করেছি। বিভিন্ন ধরনের কথা শুনছি মন্ত্রণালয় থেকে। দেখি কি হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *