নিহত কমান্ডারদের মৃত্যুবার্ষিকীতে কোরআন তেলাওয়াত

কাসেম সোলাইমানী ও আবু মাহদী আল-মোহানদেস এবং তাদের সহযোদ্ধাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইরাকের প্রসিদ্ধ কারী রাফিয় আল-আমিরি নিহতদের আত্মার প্রতি সূরা যুমারের ৭৩ নম্বর আয়াত তেলাওয়াত করে হাদিয়া করেছেন।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা” কর্তৃক আয়োজিত “ইরাকে কুরআন তিলাওয়াত, বিজয়ী কমান্ডারদের আত্মার উপহার” অনুষ্ঠানের অংশ হিসেবে ইরাকি বিশিষ্ট ক্বারি ও সেদেশের শিয়া এন্ডোমেন্ট অফিসের আওতাধীন জাতীয় কুরআন কেন্দ্রের পরিচালক রাফিয় আল-আমিরি সূরা যুমারের ৭৩ নম্বর আয়াত তিলাওয়াত করেছেন।

সূরা যুমারের ৭৩ নম্বর আয়াত
[১] অনুমোদনহীন-অপরিকল্পিত মসজিদ তৈরিতে নারায়ণগঞ্জে এত প্রাণহানী দুঃখজনক : সংসদে প্রধানমন্ত্রী ≣ [১] করোনা মহামন্দায় অর্থের ঝড় তুলতে যাচ্ছে ব্রাজিল ≣ [১] যশোর কিশোর সংশোধনাগারে সংঘর্ষ, নিহত ৩

«وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ»

অনুবাদ: যারা তাদের পালনকর্তাকে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা উন্মুক্ত দরজা দিয়ে জান্নাতে পৌঁছাবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাক, অতঃপর সদাসর্বদা বসবাসের জন্যে তোমরা জান্নাতে প্রবেশ কর।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *