নিজের সরলতাটাকে ধরে রাখতে চাই -আকবর

‘ইত্যাতি’খ্যাত সংগীতশিল্পী আকবর এখন শারীরিকভাবে আগের তুলনায় ভালো আছেন। ধীরে ধীরে নতুন গান রেকর্ডিং ও স্টেজেও ব্যস্ত হচ্ছেন তিনি। মধ্যে শারীরিকভাবে ভীষন অসুস্থ ছিলেন আকবর। প্রধানমন্ত্রীর সহযোগীতা নিয়ে তিনি ভারতে চিকিৎসা করিয়ে এসেছেন। সব মিলিয়ে এখন কেমন আছেন? আকবর বলেন, এখন আগের তুলনায় ভালো আছি। তবে পুরোপুরি সুস্থ না। আমি পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাই। গানেও তো ফিরেছেন? আকবর বলেন, আল্লাহুর রহমতে গানে ফিরতে পেরেছি।
সবার দোয়াও ছিলো। আমার এমন অবস্থা ছিলো মনে হচ্ছিলো আর ফিরতে পারবো না। তবে ফিরতে পেরে খুবই ভালো লাগছে। আকবর যোগ করে বলেন, আমি ২০১৫ সাল থেকে অসুস্থ। এর মাঝে কয়েকবারই খারাপ অবস্থা গেছে। আর্থিক সংককটেও পড়েছি। কারণ স্টেজ শো করতে পারিনি। এমন অবস্থায় প্রধানমন্ত্রী হাত না বাড়ালে হয়তো টিকে থকতে পারতাম না। তাহলে এখন আপনার পরিকল্পনা কি? উত্তরে এ গায়ক বলেন, অনেকেই মনে করেছেন আমি আর গান করতে পারবো না। কিন্তু অসুস্থ অবস্থাতেই আমি প্র্যাকটিস করেছি যতটুকু পেরেছি। নিজে গেয়ে একটি গান ফেসবুকেও ছেড়েছি। এরপর থেকে অনেকেই ডাকে নতুন গান করবার জন্য। এরমধ্যে একটি ইসলামী গান করেছি। আরো কয়েকটি মৌলিক গান করার কথা রয়েছে। সেগুলোও হয়তো করবো। স্টেজ শোও করছি টুকটাক করে। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। যখন ‘ইত্যাদি’র মাধ্যমে গানের জগতে নাম ডাক হলো, তখন আপনার মধ্যে নাকি ব্যাপক পরিবর্তন চলে আসে বলে মন্তব্য করেন অনেকে। সেটা কি আপনি মনে করেন? উত্তরে এ শিল্পী বলেন, না। আমি মনে করি না। শুরু থেকে আমার সঙ্গে যাদের সম্পর্ক ছিলো এখনও আছে। আমাকে হানিফ সংকেত স্যার এ পর্যন্ত নিয়ে এসেছেন। তার প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমি কখনও বদলে যেতে চাইনি। নিজের সরলতাটাকে ধরে রাখতে চাই। আর সারাজীবন গান করে যেতে চাই।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *