নিজেকে তৈরি করছেন পরিণীতি

পরিণীতি চোপড়ার বলিউড অভিষেক হয়েছিল ২০১১ সালে ‘লেডিস ভারসেস রিকি বেল’ ছবির মাধ্যমে। এরপর আরো বেশ কিছু ছবিতে অভিনয় করে প্রশংসিত হন তিনি। এদিকে চলতি বছর তার তিনটি ছবি মুক্তির কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেগুলো আটকে আছে। ছবিগুলো হলো- ‘সন্দিপ এন্ড পিংকি ফারার’, ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ এবং ‘সায়না’। তিনটি ছবিতেই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি। নতুন ছবির শুটিংও শুরু করার কথা ছিল তার। কিন্তু সব ভেস্তে দিয়েছে করোনা।
বর্তমানে পরিণীতি সময় কাটাচ্ছেন বাসাতেই। তেমন একটা বের হচ্ছেন না এ নায়িকা। নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন বিভিন্নভাবে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে পরিণীতি বলেন, করোনা পরিস্থিতি আমাদের সব কিছুই শেষ করে দিয়েছে। তবে এটা সাময়িক। তাই ভেঙে পড়লে চলবে না। নিজেকে ভালো সময়ের জন্য প্রস্তুত করতে হবে। যেমনটা আমি করছি। আমি নিজেকে আরো ভালোভাবে তৈরি করছি। যে সময়টা পেয়েছি সেটা কাজে লাগানোর চেষ্টা করছি। আমি নাচ প্র্যাক্টিস করছি। শরীরচর্চা করছি। আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় চর্চা করছি। নিজেকে ভেঙে গড়ার জন্য একটা ভালো সময় এটা। তাই এ সময়টাকে হতাশায় পরিণত করলে চলবে না। যে যেই কাজটাই করুন না কেন, সেই কাজে নিজেকে আরো ভালোভাবে তৈরি করার এখনই সময়। পরিণীতি আরো বলেন, নাচ, অভিনয় ও শরীরচর্চার পাশাপাশি আমি প্রচু্‌র সিনেমা দেখছি। গান শুনছি। পাশাপাশি পরিবারকে অনেক সময় দিচ্ছি। মাঝেমধ্যে কাজও করছি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *