না ফেরার দেশে সাংবাদিক আব্দুল হামিদ

মোঃ নূরন নবী সরকার, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
না ফেরার দেশে চলে গেলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সাপ্তাহিক সুন্দরগঞ্জ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং গাইবান্ধা বারের এ্যাডভোকেট প্রবীন সাংবাদিক আব্দুল হামিদ মিয়া। গত শনিবার দুপুর দেড়টায় ঢাকার হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহে .রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি ১৯৫৯ সালের ১ জানুয়ারী উপজেলার দহবন্দ ইউনিয়নের আরাজী দহবন্দ গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পিতার নাম ইমান উল্লাহ মিয়া এবং মাতা হাজিরান নেছা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক ভাবে জানা গেছে, গতকাল রোববার সকাল সাড়ে দশটায় গাইবান্ধা আদালত চত্বরে প্রথম এবং দুপুর দুইটায় সুন্দরগঞ্জ উপজেলার আরাজী দহবন্দ গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গাইবান্ধা বারের সকল সদস্য, গাইবান্ধা জেলার সকল সাংবাদিক, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ঈমান আলী মামুন, সাধারন সম্পাদক রেদওয়ানুর রহমান সহ সকল সাংবাদিক ও উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদ এর সভাপতি শাহজাহান মিঞা, সহ-সভাপতি আব্দুল মান্নান আকন্দ নির্বাহী সদস্য রেজাউল ইসলাম ও নূরন নবী সরকার সহ সকলেই শোকাহত। সকল সাংবাদিক তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমের বিদায়ী আতœার মাগফেরাত কামনা করেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *