নানা অপঘাতের শিকার এক মেয়ের গল্প ‘বিয়ন্ড’

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনিস্টিটিউট এর অর্থায়নে নির্মিত স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ‘বিয়ন্ড’ প্রদর্শিত হচ্ছে গ্লোবাল ভিডিও প্লাটফর্ম ভিমিওতে।

তরুণ নির্মাতা শোয়াইব হক নির্মিত সাড়ে সাত মিনিটের চলচ্চিত্রটিতে শিক্ষাব্যবস্থা, নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি ও প্রযুক্তির অপঘাতের শিকার এক মেয়ের গল্প বলা হয়েছে।

ছবিটি মুক্তি দেয়া হয়েছে ‘ফিল্ম ফর হিউম্যানিটি’ ক্যাম্পেইন এর আওতায় আন্তর্জাতিক প্লাটফরম ভিমিয়োতে। এতে অন-ডিমান্ড-রেন্টাল সিস্টেমে পৃথিবীর যেকোনও প্রান্ত থেকে এটি দেখা যাবে। করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত অসহায়, দুস্থ ও দিনমজুরদের সাহায্যার্থে তহবিল সংগ্রহের জন্য আয়োজিত ‘ফিল্ম ফর হিউম্যানিটি’ শীর্ষক উদ্যোগের অংশ হিসেবে অন্তর্জালে মুক্তি পেয়েছে ছবিটি।

প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের পেপল অ্যাকাউন্টে যাবে। তাদের অ্যাকাউন্ট ভিমিয়ো পেজের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে।

ছবিটির নির্মাতা শোয়াইব হক  জানান, ছবিটি দেখলে টাকা পাবে অসহায় মানুষ। বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশ নম্বরে টাকা পাঠানো যাবে। বিদেশ থেকে কেউ অনুদান দিতে চাইলে সংগঠনটির পেপ্যাল অ্যাকাউন্ট আছে। আর যারা ক্রেডিট কার্ড অথবা পেপ্যাল জটিলতায় ছবিটি এখনো দেখতে পারবেননা তাদের জন্য রয়েছে বিকল্প ব্যবস্থা। 

বিদ্যানন্দের বিকাশ মার্চেন্ট  ০১৮৭৮১১৬২৩০ নাম্বারে ৯০ টাকা পেমেন্ট করে রশিদ পাঠিয়ে দিলে একটা ইউনিক প্রমো কোড দেয়া হবে যা দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ছবিটি দেখা যাবে বলে নির্মাতা জানিয়েছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *