ধ্বংসের ঝুঁকিতে থাকা উদ্ভিদ, প্রাণী ও পরিবেশের সুরক্ষায় পাল্টাতে হবে বৈশ্বিক খাদ্যাভাসের পদ্ধতি

বর্তমান বৈশ্বিক খাদ্য ব্যবস্থা প্রাণী ও প্রকৃতির জন্য ধ্বংস ডেকে আনছে। বৈশ্বিক খাদ্য ব্যবস্থাপনার দ্রুত সংস্কারের আহ্বান জানিয়ে বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বর্তমান খাদ্য ব্যবস্থার কারণে বিশ্বের ২৮ হাজার প্রজাতির ৮৬ শতাংশ বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে।

[৩]জাতিসংঘের পরিবেশ প্রকল্প (ইউএনইপি), ব্রিটিশ থিংক-ট্যাংক চাত্তাম হাউস ও প্রাণী সুরক্ষা সংস্থা ‘কমপ্যাশন ইন ওয়ার্ল্ড ফার্মিং’ যৌথভাবে এই প্রতিবেদন তৈরি করে। সংস্থাগুলো জানায়, গত এক কোটি বছরের ইতিহাসের চেয়ে দ্রতগতিতে উদ্ভিদ ও প্রাণী হ্রাস পাচ্ছে। ১৯৭০ সালের পর বিশ্ব তার প্রাকৃতিক বাস্তুতন্ত্রের অর্ধেক হারিয়েছে ও বন্যপ্রাণীর গড় হার ৬৮ শতাংশ হ্রাস পেয়েছে। মানুষ শস্যক্ষেত ও চারণভূমি সৃষ্টির জন্য প্রাকৃতিক বাস্তুতন্ত্রকে ধ্বংস করছে।

[৪] বর্তমান বৈশ্বিক খাদ্য ব্যবস্থা ৩০ শতাংশ গ্রীন হাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী। ভূমিকার সুরক্ষা, কম কীটনাশক ব্যবহার করে চাষ, মনোকালচার পদ্ধতি এবং মাংস থেকে সরে উদ্ভিদভিত্তিক খাদ্যাভাসে ফিরে যাওয়ার মাধ্যমে বিশ্বনেতারা বন্যপ্রাণী ও বিশ্বের এই ক্ষতি রোধ করতে পাারেন।
কামরুল হাসান মামুন: বাঙালি আমেরিকার গণতন্ত্র ও নির্বাচন নিয়ে যতো উৎসাহী নিজ দেশের নির্বাচন নিয়ে ততোটাই অনুৎসাহী ≣ [১] করোনা পরিস্থিতি সামলে নিয়েছে অস্ট্রেলিয়া, বিধিনিষেধ তাড়াতাড়ি তুলে নেয়ার চেষ্টা ≣ [১] বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যানের পুত্রবধূ ড্রইংরুমে গুলিবিদ্ধ

[৫]প্রতিবেদনের লেখকরা বলেন, তিনটি উপায় রয়েছে। প্রথমটি হলো, মাংস থেকে সরে গিয়ে উদ্ভিদ ভিত্তিক খাদ্যাভাসে ফিরে যাওয়া। কারণ বিশ্বের মোট কৃষিজমির ৮০ শতাংশেরও বেশি প্রাণী খামারে ব্যবহৃত হয়, যা কিনা মোট খাদ্যের মাত্র ১৮ শতাংশ ক্যালরি দেয়। মাংসের প্রতি চাহিদা হ্রাসের ফলে ভূমির ওপর চাপ রোধ সহ প্রাণীর ক্ষতি রোধ করা সম্ভব। এর ফলে দ্বিতীয় উপায় জীববৈচিত্র বৃদ্ধি করে প্রাকৃতিক বাস্তুতন্ত্রকে ফিরিয়ে আনাটাও সহজ হয়ে যাবে। তৃতীয় উপায় হলো জৈব কৃষিচাষ পদ্ধতি। কমপ্যাশন ফর ওয়ার্ল্ড ফার্মিংয়ের ফিলিপ সিডনি বলেন, ‘ভবিষ্যত চাষ পদ্ধতি হতে হবে পরিবেশ-সুুলভ ও পুনরুৎপাদনশীল। আমাদের খাদ্যাভাস হতে হবে উদ্ভিজ-নির্ভর, স্বাস্থ্যকর ও স্থিতিশীল।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *