দেশ ছাড়ার সময় মার্কিন সাংবাদিককে গ্রেপ্তার করলো মিয়ানমারের জান্তা সরকার

মিয়ানমার থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় ফ্রন্টিয়ার মিয়ানমারের ব্যবস্থাপনা সম্পাদক ডেনি ফেনস্টারকে (৩৭) গ্রেপ্তার করেছে মিয়ানমারের জান্তা সরকার। সোমবার সকালে ইয়াঙ্গুন বিমানবন্দরের কুয়ালালামপুরগামী ফ্লাইটে ওঠার পূর্বেই তাকে আটক করা হয়। দ্য ইন্ডিপেনডেন্ট

[৩] ডেনি ফেনস্টারকে ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে নেয়া হয়েছে বলে জানা গিয়েছে। এক বিবৃতিতে ফ্রন্টিয়ার মিয়ানমার জানায়, ‘ডেনিকে কেনো আটক করা হয়েছে আমরা জানি না। সকাল থেকেই তার সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। আমরা তার অবস্থা নিয়ে উদ্বিগ্ন। শীঘ্রই তাকে মুক্তি দেয়ার দাবী জানাচ্ছি। আমাদের এখন মূল লক্ষ্য হলো তার নিরাপত্তা ও তার যা যা প্রয়োজন তা করা।’

[৪]গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যূত্থানের পর ৭০জনেরও বেশি সাংবাদিককে আটক করেছে মিয়ানমারের জান্তা সরকার। তাদের মধ্যে ৪৮জন এখনো কারাগারে বন্দি রয়েছেন। এদের মধ্যে আছেন তিনজন বিদেশী সাংবাদিক। সেনাবাহিনী দেশটির কিছু গণমাধ্যমের নিবন্ধনও বাতিল করেছে, গণমাধ্যমের অফিসে তল্লাশি চালানোসহ সাংবাদিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবে অনেক স্থানীয় গণমাধ্যমই জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবেদন অব্যাহত রেখেছে, সাংবাদিকরা গোপনে থেকেই সংবাদ প্রকাশ করে যাচ্ছেন।
[১] কিশোরগঞ্জে হেফাজতের হরতাল পালন, আ.লীগ অফিস ভাঙচুর ≣ অনলাইনে পরিচয়, কোটি টাকা ধার দিয়ে প্রবাসীর আত্মহত্যা ≣ জুমার দ্বিতীয় আজানের জবাবের বিধান

[৫]কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট ডেনি ফেনস্টার মুক্তির আহ্বান জানিয়ে বলেছে, ‘বিদেশী সাংবাদিকের চলাফেরার স্বাধীনতায় অবৈধ বিধি-নিষেধ মিয়ানমারের গণমাধ্যমের স্বাধীনতায় নতুন হুমকি।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *