দুই স্পিনার দিয়ে ইংল্যান্ড বধের ভাবনা পাকিস্তানের

ইংল্যান্ডের উইকেট সাধারণত বাউন্সি। পেসাররা সুবিধাটা বেশি পান সেখানে। তবে ইংলিশ কন্ডিশন হঠাৎ বদলে যায়। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে রূপ বদলায় পিচও। বাউন্সি উইকেট হয়ে যায় স্লো। তখন স্পিনাররা জায়গা মতো বল ফেলতে পারলেই ধরা দেয় সাফল্য। চলমান ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে উইকেট অনেকটা স্লো আচরণ করছে। ম্যানচেস্টারে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নেন ক্যারিবীয় স্পিনার রস্টন চেজ। আর পাকিস্তানের বোলিং কোচ ওয়াকার ইউনুস বলেছেন, ‘ইংল্যান্ডের কন্ডিশন বদলে যাওয়ায় দুই স্পিনার নিয়ে খেলতে পারি আমরা।’
স্বাগতিকদের সঙ্গে পাকিস্তানের তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ৫ই আগস্ট ম্যানচেস্টারে। বর্তমানে ডার্বিতে প্রস্তুতি সারছে সফরকারী পাকিস্তান দল। পাকিস্তানি পেসারদের ইংলিশ ব্যাটসম্যানদের কাবু করার কৌশল বুঝিয়ে দিচ্ছেন কোচ ওয়াকার। সাবেক এই পেসার আশাবাদী, তার তরুণ দুই শিষ্য শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহ দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তবে স্পিনারদেরও গুরুত্ব দিচ্ছেন ওয়াকার। ইয়াসির শাহর মতো লেগস্পিনার রয়েছে পাকিস্তান শিবিরে। এক স্পেলেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম তিনি। ইংল্যান্ডে বিগত দুটি সিরিজে ইয়াসির দুর্দান্ত বোলিং করেছেন। সংবাদ সংস্থা পিটিআইকে ওয়াকার বলেন, ‘আমরা দেখবো ম্যানচেস্টারে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টেস্টে উইকেট কেমন আচরণ করে। তবে পিচের আচরণ যে পাল্টেছে এতে কোনো সন্দেহ নেই।’
কন্ডিশন বুঝেই বোলিং লাইনআপ সাজাবে পাকিস্তান। ওয়াকার বলেন, ‘কারা খেলবে আগেভাগে বলা যাচ্ছে না। তবে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ শেষে আমরা একটা ধারণা পেয়েছি। এসব পিচে যারা কার্যকরী হবে তাদের প্রস্তুত করার চেষ্টা করছি আমরা।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *