দুই মাস পেছানো হয়েছে অস্কার

দুই মাস পেছানো হয়েছে আগামী বছরের অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। চলমান করোনা পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্প্রতি ৫৪ জন মেম্বারকে নিয়ে হওয়া এক অনলাইন মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়। একইসঙ্গে জানানো হয়েছে, অস্কারের দৌড়ে সিনেমা পাঠানোর জন্য সময়সীমাও বাড়িয়ে দেয়া হয়েছে আগামী বছরের ২৮শে ফেব্রুয়ারি অস্কারের আসর হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না। গত সোমবার একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫শে এপ্রিল বসবে বছরের সবচেয়ে প্রতীক্ষিত এই আসর। অবশ্য এর আগেও তিনবার পেছানো হয়েছিল অস্কারের অনুষ্ঠান। ১৯৩৮ সালে লস অ্যাঞ্জেলসে বন্যার জন্য, ১৯৬৮ সালে মার্টিন লুথার কিংয়ের হত্যার পর এবং ১৯৮১ সালে রোনাল্ড রিগানের ওপর হামলা হওয়ার পর পেছানো হয়েছিল অস্কার।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *