দীর্ঘদিন পর জয়া

অনেক দিন পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান পরিচালিত নতুন সিনেমা। বহুমাত্রিক লেখক আহমদ ছফার ‘অলাতচক্র’ উপন্যাস নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। বাংলা ভাষায় প্রথম থ্রিডি এই চলচ্চিত্রে তায়েবা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। হাবিবুর রহমান পরিচালিত ‘অলাতচক্র’ শিরোনামের এ সিনেমা আগামী ১৯শে মার্চ মুক্তি পাবে। কিছুদিন আগে সরকারি অনুদানে নির্মিত ‘অলাতচক্র’ সিনেমার টিজার প্রকাশ হয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে এ সিনেমার অফিশিয়াল পোস্টার। এতে দেখা যায়, আয়নায় ভেসে আছে বিষণ্ন জয়ার মুখ। এ অভিনেত্রী তার ফেসবুকে পোস্টারটি শেয়ার করেছেন।
ভক্ত ও সহকর্মীরা এ পোস্টারের প্রশংসা করছেন। ‘অলাতচক্র’ উপন্যাসে দানিয়েলের জবানিতে নিজেকেই তুলে ধরেছেন লেখক আহমদ ছফা। নিজের প্রেমিকারূপে সৃষ্টি করেছেন তায়েবা চরিত্রটি। যে চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আর দানিয়েল চরিত্রে দেখা যাবে আহমেদ রুবেলকে। ১৯৮৫ সালে প্রকাশিত হয় মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘অলাতচক্র’। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাহতাব হাসান, আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু, শফিউল আলম বাবু, নুসরাত জাহান জেরী, সৈয়দ মোশাররফ প্রমুখ। গত বছর এ সিনেমার শুটিং শেষ হয়েছে। করোনা সংকটের সময় সম্পন্ন হয় পোস্ট প্রোডাকশনের কাজ। গত ডিসেম্বরে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় সিনেমাটি। জয়া আহসান বলেন, মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে মুক্তি পেতে যাচ্ছে মুক্তিযুদ্ধের পটভূমিতে আহমদ ছফার উপন্যাস অবলম্বনে বাংলা ভাষায় নির্মিত প্রথম থ্রিডি চলচ্চিত্র ‘অলাতচক্র’। আগামী ১৯শে মার্চ মুক্তি পাচ্ছে ছবিটি। সবাইকে দেখার আমন্ত্রণ রইলো। এদিকে জয়া আহসান বর্তমানে ব্যস্ত সময় পার করছেন ওপার বাংলার চলচ্চিত্র নিয়ে। সেখানেই এখন রয়েছেন তিনি। এখন সৌকর্য ঘোষাল পরিচালিত ‘ওসিডি’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত এ অভিনেত্রী। সাইকোলজিক্যাল ড্রামা ঘরানার এ ছবির প্রধান চরিত্রেই দর্শকরা দেখতে পাবেন জয়া আহসানকে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *