দক্ষিণ ফ্রান্সে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে ৩০০০ মানুষকে

দাবানল থেকে রক্ষায় দক্ষিণ ফ্রান্সের মার্সেইয়ের আশপাশের বাড়িঘর ও ক্যাম্পেইন এলাকা থেকে স্থানীয় সময় মঙ্গলবার রাতে অন্তত তিন হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এরই মধ্যে দাবানলে ওই এলাকার এক হাজার হেক্টরের মতো বনভূমি পুড়ে গেছে। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর ১ হাজার ৮০০ জন কর্মী, যাদের মধ্যে ১৪ জন আহত হয়েছেন। তবে সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, দাবানলে কোনো সাধারণ মানুষ আহত বা নিহত হয়নি। খবর এএফপি।

সংশ্লিষ্টরা জানায়, ব্লু কোস্টে দাবানল ছড়িয়ে পড়লে একটি বৃদ্ধাশ্রমের বাসিন্দা, স্থানীয় মানুষ এবং পর্যটকদের সরিয়ে নেয়া হয়। এছাড়া মার্টিগের সন্নিকটে বহু বাড়ি ও আটটি ক্যাম্প এলাকা থেকে মানুষজনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। এমনকি ক্যাম্পিং এলাকা ও সৈকত থেকে সমুদ্রপথে অনেককে উদ্ধার করা হয়।

মূলত, মঙ্গলবার বিকালে দাবানলের সূত্রপাত হয়, যা শক্তিশালী বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে। ২ ঘণ্টার মধ্যেই দাবানল ছড়িয়ে পড়ে প্রায় আট কিলোমিটার এলাকায়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *