ত্রাণের চাল পেয়েছে সাড়ে ৬ কোটি মানুষ

নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারা দেশে প্রায় দেড় কোটি পরিবারের সাড়ে ছয় কোটি মানুষকে ত্রাণের চাল দেয়া হয়েছে।

গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬৪ জেলার জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৮ জুন পর্যন্ত সারা দেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে ২ লাখ ১ হাজার ৪১৭ টন এবং বিতরণ করা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৭৯৫ টন। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা ১ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৫৩২ ও লোকসংখ্যা ৬ কোটি ৫২ লাখ ৯৩ হাজার ৭২০।

নগদ বরাদ্দ দেয়া হয়েছে ১১৬ কোটিরও বেশি টাকা। এর মধ্যে সাধারণ ত্রাণ বাবদ নগদ বরাদ্দ  ৯১ কোটি ১৩ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং বিতরণ করা হয়েছে ৭৮ কোটি ১ লাখ ৫২ হাজার ৬৬১ টাকা। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা ৯৪ লাখ ৪৪ হাজার ৬৮৯ ও লোকসংখ্যা ৪ কোটি ২১ লাখ ৩৫ হাজার ৮৪০।

শিশুখাদ্য সহায়তা হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ২৫ কোটি ৫৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২০ কোটি ৯৮ লাখ ২৭ হাজার ৮৫৪ টাকা। এতে উপকারভোগী পরিবার ৬ লাখ ৬৭ হাজার ৮১৩ ও লোকসংখ্যা ১৩ লাখ ৭৯ হাজার ৩৭৪।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *