তিন বিষয়ে জিরো টলারেন্স বাফুফের

দেশের ফুটবলে পড়েছে অনলাইন বেটিংয়ের কালো থাবা। অভিযোগের তীর আরামবাগ ক্রীড়া সংঘ ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের দিকে। ম্যাচ পাতানো, স্পট ফিক্সিং বা অনলাইন বেটিংয়ে যুক্ত থাকার অভিযোগের ব্যাখ্যা চেয়ে ক্লাব দুটিকে চিঠিও পাঠিয়েছে বাফুফে। এ নিয়ে উত্তপ্ত দেশের ফুটবল অঙ্গন। পুরো বিষয়টি নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। অনলাইন বেটিং কিংবা পাতানো ম্যাচের বিষয়ে কিছু প্রমাণিত হলে নিষিদ্ধ করার ঘোষণাও দেওয়া হয়েছে বাফুফের পক্ষ থেকে। গতকাল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে বাফুফে সভাপতি বলেন, ‘বাফুফে তিনটা বিষয় সহ্য করবে না। ম্যাচ ফিক্সিং, বর্ণবাদ ও ড্রাগস।
এসব বিষয়ে জিরো টলারেন্স। আমরা যদি প্রমাণ করতে পারি এটা হয়েছে (ম্যাচ ফিক্সিং)। তাহলে নিষিদ্ধ হতে হবে।’ অন্য দিকে জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডে কেও বিষয়টি বেশ ভালোভাবে নাড়া দিয়েছে। এই কোচ বলেন, ‘এটি হতাশাজনক খবর। আশা করছি, যারা এর সঙ্গে জড়িত তারা শাস্তি পাবে। যদি তারা শাস্তি না পায়, তাহলে আবারও তা ঘটতে পারে।’ প্রতিভা অন্বেষণ নিয়ে বাফুফের ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও সহ-সভাপতি আতাউর রহমান মানিক বলেন, ‘আমরা কোনো মেধাবী ফুটবলারকে হারিয়ে যেতে দেব না। এই কর্মসূচি অব্যাহত থাকবে।’ সাফ, এএফসি’র অনুর্ধ্ব-১৫ ও অনুর্ধ্ব-১৬ প্রতিযোগিতার জন্য বাফুফে অনুর্ধ্ব-১৫ পর্যায়ে দেশব্যাপী ট্রায়াল করছে। এখন কমলাপুর স্টেডিয়ামে চলছে চূড়ান্ত ট্রায়াল।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *