ঢাকা-জলপাইগুড়ি মিতালী এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু

বুধবার (১ জুন) সকাল সাড়ে ৯টার পর ঢাকা-ভারতের জলপাইগুড়ির মধ্যে মিতালী এক্সপ্রেস ট্রেন বাণিজ্যিকভাবে চলাচল শুরু হয় । বাংলাদেশের রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম এবং ভারতীয় রেলমন্ত্রী শ্রী আশ্বিনি বৈষ্ণব সকালে ট্রেনটির ভার্চুয়াল ফ্ল্যাগ অফ করেন।

উদ্বোধনী অনুষ্ঠান ভারতের দিল্লি থেকে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্য বাংলাদেশের রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ইতোমধ্যে ভারতে অবস্থান করছেন।

মিতালী এক্সপ্রেস ট্রেনটি ভারতের নিউ জলপাইগুড়ি থেকে বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্টের মধ্য চলাচল করবে। ট্রেনটি হলদিবাড়ি (ভারত)- চিলাহাটি (বাংলাদেশ) রুট দিয়ে চলাচল করবে। এ ট্রেনের পরিচালন সময় ৯ ঘণ্টা ৫৫ মিনিট। নিউ জলপাইগুড়ি ছাড়বে ১১:৪৫ (আই এস টি), ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন পৌঁছাবে ২২:৩০ ( বি এস টি) অনুরূপভাবে ঢাকা ক্যান্টনমেন্ট ছাড়বে ২১:৫৯ (বি এস টি) আর নিউ জলপাইগুড়ি পৌঁছাবে ৭:১৫ মিনিট (আই এস টি)।

ট্রেনটি সপ্তাহে দুই দিন চলাচল করবে। ভারত থেকে রবি ও বুধবার, বাংলাদেশ থেকে সোম ও বৃহস্পতিবার। ট্রেনের ভাড়া এসি বার্থ ৫২৫৫, এসি সিট ৩৪২০, এসি চেয়ার ২৭৮০ টাকা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *