টেস্ট খেলতে চান না তাসকিন

দীর্ঘদিন ধরে কাঁধের চোটে ভুগছেন পেসার তাসকিন আহমেদ। সেই চোট নিয়েই সবশেষ ওয়ানডে বিশ্বকাপ খেলেছিলেন এই টাইগার পেসার। শারীরিক ধকল কমাতে টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিতে চান তাসকিন। ইতিমধ্যে টেস্ট ক্রিকেটে না রাখার অনুরোধ জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়েছেন তাসকিন।

Unibots.in

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপরেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ক্রিকবাজকে তিনি বলেছেন, ‘তাসকিন চিঠি দিয়ে জানিয়েছে, সে আর লংগার ভার্সনের (টেস্ট) ক্রিকেট খেলতে চায় না।’

চলমান বিপিএল শেষে কোচ ও তাসকিনের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি আরও বলেন, ‘বিপিএলের খেলা শেষ হওয়ার পর আমরা তার সঙ্গে এ বিষয়ে বসব। কোচকে (চন্ডিকা হাথুরুসিংহে) আসতে দিন, তার সঙ্গেও আমাদের কথা বলতে হবে।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *