টি-টোয়েন্টি ফরম্যাটে ঢাকা লীগ!

গেল বছর মার্চে ঢাকা প্রিমিয়ার লীগের আসর স্থগিত হয়। করোনাভাইরাস মহামারির কারণে এক রাউন্ড হয়েই বন্ধ হয়ে যায় আসরটি। দেশের ওয়ানডে ফরম্যাটে একমাত্র গুরুত্ববপূর্ণ এই টুর্নামেন্ট কয়েক দফা চালু হওয়ার গুঞ্জন শোনা যায়। কিন্তু বছর পেরিয়ে গেলে তা আজও শুরু করা সম্ভব হয়নি। গেল সপ্তাহেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন এই বছর নতুন করে ঢাকা লীগের জন্য সময় বের করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে স্থগিত হওয়া লীগ আয়োজন হবে নাকি নতুন করে শুরু হবে! নতুনভাবে শুরু করতে গেলে আগের আসর বাতিল করতে হবে। কিন্তু এরই মধ্যে প্রথম বিভাগ থেকে দু’টি দল উঠেছে লীগে। তাহলে তাদের কি হবে! কিন্তু এরই মধ্যে জানা গেছে এবার টি-টোয়েন্টি ফরম্যাটে শুরু হতে পারে স্থগিত হওয়া ঢাকা লীগ।
এমনই ভাবনার কথা জানিয়েছেন বিসিবি’র পরিচালক ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) প্রধান কাজী ইনাম আহমেদ। তিনি বলেন, ‘টুর্নামেন্টের মাঝখানে তো আমরা দল বদল করতে পারছি না। সবকিছু কনসিডার করে আমরা একটা বা দুইটা উইন্ডো বের করার চেষ্টা করছি। দুর্ভাগ্যক্রমে মে-জুন মাসের আগে আমরা সেটা করতে পারছি না। যেহেতু আমরা জানি আন্তর্জাতিক ক্যালেন্ডারে আমাদের কি আছে। মে-জুন মাসে আমরা যদি মিনিমাম একটা উইন্ডো বের করতে পারি ২৫-৩০ দিনের চেষ্টা করছি। সেটা এখনও দেখছি, সেটা দেখে আমরা দ্রুতই ক্লাবগুলোর সঙ্গে বসবো এবং আলাপ করবে। আমরা খেলোয়াড়দের কথা চিন্তা করে যেভাবে হোক টুর্নামেন্টটা আয়োজন করতে চাই। এমনও যদি দরকার হয় ফরম্যাট বদলে আলাদা ফরম্যাটে করা হবে। যেখানে আমাদের প্রিমিয়ার লীগ ওয়ানডে টুর্নামেন্ট, যদি টি-টোয়েন্টিও করতে হয় তাহলে ক্লাবগুলোর সঙ্গে আলাপ করে দেখবো।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *