টিকা গ্রহণকারীর সংখ্যা কমেছে

দেশে নভেল করোনাভাইরাস প্রতিরোধে টিকাগ্রহীতার সংখ্যা কমেছে। গতকাল দেশব্যাপী টিকাদান কার্যক্রমের ১৮তম দিনে ১ লাখ ২৫ হাজার মানুষ টিকা নিয়েছেন। আর ১৬তম দিনে টিকা নিয়েছিলেন ১ লাখ ৩৩ হাজার মানুষ, যা ১৫তম দিনের তুলনায় প্রায় ৫০ হাজার কম।

এদিকে গতকাল আরো আটজন কভিড-১৯ পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৩৮৫ জন কভিড-১৯ পজিটিভ হন। গতকাল সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, গতকাল ১ লাখ ২৫ হাজার ৭৫২ জন টিকাগ্রহীতার মধ্যে ৭৫ হাজার ১৫৫ জন পুরুষ ও ৫০ হাজার ৫৯৭ জন নারী। এ পর্যন্ত সারা দেশে ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জন কভিড-১৯ প্রতিরোধে টিকা গ্রহণ করেছেন। এদের ৭৩৩ জনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

গতকাল ঢাকা মহানগরীর ৪৭টি টিকাদান কেন্দ্রে ২৫ হাজার ৭১ জনকে টিকা দেয়া হয়েছে। বিভাগভিত্তিক টিকা নিয়েছেন ঢাকায় ৪৫ হাজার ৯৪৫, ময়মনসিংহে ৪ হাজার ১২৯, চট্টগ্রামে ২৪ হাজার ৭৩৩, রাজশাহীতে ১১ হাজার ৮৭৯, রংপুরে ১০ হাজার ২৫৭, খুলনায় ১৮ হাজার ৪৫৬, বরিশালে ৫ হাজার ৩২১ ও সিলেটে ৫ হাজার ৩২ জন। এর মধ্যে ২২ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে গণটিকাদান শুরু করে সরকার। শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত টিকাদান কেন্দ্র টিকা দেয়া হয়। করোনা মহামারী প্রতিরোধে দেশের ১৩ কোটি ৮২ লাখ নাগরিককে টিকা দেয়ার লক্ষ্য ঠিক করেছে সরকার।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *