জোকোভিচ জিতলেন সিনসিনাটি ওপেন

সিনসিনাটি ওপেন জিতেই ইউএস ওপেনের প্রস্তুতি সেরে নিলেন নোভাক জোকোভিচ। শনিবার কানাডার মিলাস রাওনিচকে হারিয়ে ইউএস ওপেনের প্রস্তুতি টুর্নামেন্টে শিরোপা জিতলেন ১৭টি মেজরের মালিক। একইসঙ্গে ৩৫তম ১০০০ মাস্টার্স জিতে রাফায়েল নাদালকে ছুঁয়ে ফেললেন এই সার্বিয়ান।

এবার গ্র্যান্ড স্ল্যাম জয়ের ব্যবধান আরও একটু কমিয়ে আনতে ১ সেপ্টেম্বর আর্থার অ্যাশে নামবেন জোকার। প্রথম রাউন্ডে জোকোভিচের প্রতিদ্বন্দ্বী বসনিয়ার দামির জুমহুর। ২০২০ সালে টানা ২৩ ম্যাচে জয় তুলে এদিন সিনসিনাটি ওপেনে খেতাব জিতলেন সার্বিয়ান তারকা।

কানাডিয়ান প্রতিদ্বন্দ্বীর কাছে প্রথম সেট খোয়ালেও দ্বিতীয় এবং তৃতীয় সেটে টানা জয় তুলে নেন আদ্রিয়া ট্যুর আয়োজন করে মাসদু’য়েক আগে সমালোচনার মুখে পড়া তারকা টেনিস প্লেয়ার। জোকোভিচের পক্ষে শনিবার ম্যাচের ফল ১-৬, ৬-৩, ৬-৪। গলার চোটে কাবু জকোভিচকে এদিন রাওনিচের বিরুদ্ধে প্রথম সেটে ভালোই নড়বড়ে দেখাচ্ছিল। প্রথম সেটে ৪টি ডাবল ফল্ট করে বসেন বিশ্বের এক নম্বর।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *