জুলাই মাসে সৌদি-ইসরাইল সফরে যাবেন জো বাইডেন

আগামী মাসেই মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন জো বাইডেন। চলতি সপ্তাহেই এ সংক্রান্ত ঘোষণা দেবে হোয়াইট হাউস। সফরের পরিকল্পনাকারীদের বরাতে রোববার (১২ জুন) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গত বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে যাচ্ছেন জো বাইডেন। তার এ সফরে সৌদি আরবে একটি সম্মেলন হওয়ার কথা রয়েছে। যাতে ৯টি আরব দেশের নেতারা অংশ নেবেন।

হোয়াইট হাউস বলছে, সফরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক হতে পারে বাইডেনের। যদিও ২০১৮ সালে তুরস্কে ওয়াাশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সংশ্লিষ্টতার জন্য যুবরাজ দায়ী বলে মনে করেন বাইডেন।

রাজনৈতিক বিরোধীদের নিপীড়ন, হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে। সংস্কারক হিসেবে যে খ্যাতি অর্জনের পথে ছিলেন তিনি, এসব হত্যাকাণ্ডের কারণে তা মলিন হয়ে গেছে।

সৌদির সঙ্গে কীভাবে সম্পর্ক স্থাপন করা যায়, তা নিয়ে বাইডেনের সঙ্গে কথা বলবে ইসরাইল। দুই বৈরী দেশের মধ্যে ক‚টনৈতিক সম্পর্ক স্থাপনে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

মে মাসের মাঝামাঝিই বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের জল্পনা-কল্পনা চলছিল। এর আগে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম বলেছে, জুনের শেষ দিকে মধ্যপ্রাচ্যের দেশ দুটি সফর করতে পারেন জো বাইডেন। পরে মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেন, শিগগিরই তিনি সৌদি আরব সফর করবেন। তবে তা জুনে হবে না বলেও আভাস দিয়েছেন। 

ইউক্রেনে সামরিক অভিযানের পর রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞার প্রভাব কমিয়ে আনতে চাচ্ছে ওয়াশিংটন। যে কারণে এ সফরকে আরও বেশি গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *