জুলাইয়ের ২৭ দিনে ২২৪ কোটি ডলারের রেমিট্যান্স

নভেল করোনাভাইরাস মহামারীর চলমান সংকটের মধ্যেও প্রবাসী আয়ে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। চলতি মাসের আরো চারদিন বাকি থাকতেই পুরো জুনের চেয়েও বেশি প্রবাসী আয় দেশে আসার রেকর্ড হয়েছে। জুলাইয়ে মাত্র ২৭ দিনেই ২২৪ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশের ইতিহাসে একক মাসে এর আগে কখনো এত পরিমাণ রেমিট্যান্স আসেনি। অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত জুনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৮৩ কোটি ৩০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ৩৯ শতাংশ এবং গত মে মাসের চেয়ে প্রায় ২২ শতাংশ বেশি। সেই রেকর্ড ভাঙল চলতি মাসের মাত্র ২৭ দিনেই। প্রবাসী আয়ের এ ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকার জন্য সরকারের ২ শতাংশ নগদ প্রণোদনাসহ বিভিন্ন পদক্ষেপের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে বলে মনে করছে অর্থ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩ হাজার ৭১০ কোটি ডলারের নতুন রেকর্ড ছুঁয়েছে, বাংলাদেশের ইতিহাসে যা এ পর্যন্ত সর্বোচ্চ। গত ৩০ জুন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩ হাজার ৬০১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *