জামালের ‘হাফসেঞ্চুরি’

২০১৩ থেকে ২০২১। আট বছরের ক্যারিয়ারে গর্বের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন জামাল ভূঁইয়া। আজ আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ। সবকিছু ঠিক থাকলে আজই জাতীয় দলের জার্সিতে ৫০তম ম্যাচ খেলতে নামবেন ডেনমার্ক প্রবাসী এ ফুটবলার।
২০১৩ সালের ৩১শে আগস্ট কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছিল জামালের। তারপর জাতীয় দল, ক্লাব ফুটবল- সবক্ষেত্রেই সেরা তারকা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন জামাল ভূঁইয়া। পাশের দেশ ভারতের ক্লাব কলকাতা মোহামেডানে গিয়েও সুনাম ছড়িয়েছেন দেশের। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে অভিষেক ২০১৪-১৫ মৌসুমে।
তারপর শেখ রাসেল ক্রীড়াচক্রে এক মৌসুম খেলে ৫ বছর ধরে আছেন সাইফ স্পোর্টিং ক্লাবে। ক্লাবটির অধিনায়কও তিনি। সাইফ থেকেই ধারে কলকাতা মোহামেডানে ১২ ম্যাচ খেলে এসেছেন জামাল। ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের হাত ধরে জাতীয় দলে অভিষেক আর ইংলিশ কোচ জেমি ডের অধীনে তিনি অপেক্ষায় ফিফটি পূরণের। জামাল বলেন, ‘যে কোনো ফুটবলারের জন্য জাতীয় দলের হয়ে ৫০তম ম্যাচ দারুণ এক মুহূর্ত। সত্যিই আমি ম্যাচটি নিয়ে খুব রোমাঞ্চিত।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *