জরিমানা গুনে তৃতীয় টেস্টে ফিরছেন আর্চার

সাউদাম্পটন টেস্টের দ্বিতীয় ইনিংসে জফরা আর্চারই ছিলেন ইংল্যান্ডের সেরা বোলার। কিন্তু নিজের খামখেয়ালিতে দল থেকে বাদ পড়েন ম্যানচেস্টার টেস্ট শুরুর কয়েক ঘণ্টা আগে। ম্যানচেস্টার যাওয়ার পথে তিনি থেমেছিলেন ব্রাইটনে নিজের বাসায়। সেখানে ঘণ্টাখানেক সময় কাটান জফরা আর্চার। এতে স্বাস্থ্যবিধি ভঙ্গের দায়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড দল থেকে বাদ দেয়া হয় বার্বাডোজে জন্ম নেয়া এই পেসারকে। করোনা সংক্রমণের ঝুঁকিতে ফেলেছিলেন সিরিজ সংশ্লিষ্ট সবাইকে। ধারণা করা হচ্ছিল, বড় শাস্তি পেতে যাচ্ছেন তিনি। দলের অন্যতম সেরা পেসারের উপর খুব বেশি কঠোর হয়নি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ৩০ হাজার পাউন্ড জরিমানা এবং আর্চারকে লিখিতভাবে সতর্ক করা হয়েছে। যদিও আনুষ্ঠানিক বিবৃতিতে ইসিবি জরিমানার অঙ্কটা গোপন রেখেছে। এতে বলা হয়েছে, ‘গত সোমবার (১৩ই জুলাই) অনুমতি না নিয়ে ব্রাইটনে নিজের বাড়িতে গিয়ে দলের বায়ো-সিকিউর প্রোটোকল ভঙ্গ করার কথা স্বীকার করার পর জফরা আর্চারকে অঘোষিত পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে এবং লিখিতভাবে সতর্ক করা হয়েছে।’ গত ১৬ই জুলাই থেকে ওল্ড ট্র্যাফোর্ডের হোটেলে নিজের কক্ষে সেলফ-আইসোলেশনে আছেন ২৫ বছর বয়সী আর্চার। দুবার করোনা ভাইরাস পরীক্ষা দিয়ে ফল নেগেটিভ এলে আগামী মঙ্গলবার দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী শুক্রবার।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *