চেষ্টা করবো নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে -পড়শী

আমি নিজেও একটি রিয়েলিটি শো থেকে উঠে এসেছি। এরপর গানের জগতে নিয়মিত হয়েছি। শ্রোতারা সাদরে ভালোবেসে গ্রহণ করেছেন। এবার আমি গানের প্রতিযোগিতার বিচারকের আসনে বসবো। একজন প্রতিযোগি যখন স্টেজে গান করতে আসেন তখন অনেক ভাবনাই মাথায় কাজ করে। সেই অভিজ্ঞতা আমিও পার করে এসেছি। চেষ্টা করবো নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে। আশা করি সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে ভালো কিছু শিল্পীকে উঠিয়ে আনতে পারবো।


আরটিভির ‘ইয়াং স্টার’ গানের রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে কাজ করার বিষয়ে এভাবেই কথাগুলো বলছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী। এখানে তার সঙ্গে বিচারক হিসেবে আরও থাকছেন ইবরার টিপু ও প্রতীক হাসান। এই প্রথম পড়শী বিচারক হচ্ছেন গানের প্রতিযোগিতায়। অনুভূতি কেমন? পড়শী বলেন, প্রথম যে কোনো কিছুর অনুভূতি অন্যরকম। কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রেই আমি আত্নবিশ্বাসী। এ প্রতিযোগিতার পরিকল্পনা আমার খুব ভালো লেগেছে। আশা করছি দর্শকও উপভোগ করবেন। আর কিছু বলতে চাই না। বাকিটা চমক হিসেবে থাক। এদিকে চলতি মাসের ৬ তারিখ ছিলো প্রয়াত হার্টথ্রব নায়ক সালমান শাহ এর মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সালমান এর সিনেমার জনপ্রিয় গান ‘সাথি তুমি আমা জীবনে’ গানটি কাভার করে প্রকাশ করেছেন পড়শী। এ গান থেকে কেমন সাড়া মিলছে? এ গায়িকা বলেন, যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই সালমান শাহ এর সিনেমা ও গান অত্যান্ত প্রিয় আমার। সবার মতো তিনি আমারও স্বপ্নের নায়ক। তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই গানটি করেছি৷ ভিডিওতেও আমি পারফর্ম করেছি। এখন পর্যন্ত গানটি থেকে প্রত্যাশার চাইতে বেশি সাড়া মিলেছে। নতুন গানের কি খবর? পড়শী বলেন, খুব বেছে কাজ করছি। সেই ধারাবাহিকতায় কয়েকটি নতুন গান করছি। সেগুলো সামনে ভিডিওসহ প্রকাশের ইচ্ছে আছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *