চীনে বৃটিশ রাষ্ট্রদূতকে তলব

চীনা ইস্যুতে সম্প্রতি আন্তর্জাতিক মিডিয়ায় প্রচারিত রিপোর্ট সমর্থন করে একটি ‘অযৌক্তিক’ আর্টিকেল লেখার অভিযোগে কঠোর জবাব দিতে মঙ্গলবার বেইজিংয়ে নিযুক্ত বৃটেনের রাষ্ট্রদূত ক্যারোলাইন উইলসনকে তলব করে চীন। গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটে বেইজিংয়ে বৃটিশ দূতাবাসের একাউন্টে একটি পোস্ট দিয়েছিলেন তিনি। এমনিতেই হংকং, সিনজিয়াংয়ে মুসলিম উইঘুরদের নির্যাতন এবং মিডিয়া ইস্যুতে চীনের সঙ্গে বৃটেনের সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তার ওপর সর্বশেষ এই পরিস্থিতি আরো উত্তেজনা সৃষ্টি করেছে। ওই পোস্টে ক্যারোলাইন উইলসন ব্যাখ্যা করেছিলেন, বিদেশি মিডিয়া চীন সরকারের সমালোচনা করার অর্থ এই নয় যে, দায়িত্বশীল সাংবাদিকরা চীনকে পছন্দ করেন না। তবে তারা সরকারের কর্মকা-ে বিশ্বাস রেখে নজরদারির ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেন। এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চীন সরকার ও জনগণ কখনো বিদেশি মিডিয়ার বিরোধিতা করেনি। এক্ষেত্রে চীন ও ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিকে মুক্ত সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার নামে আক্রমণ করে ভুয়া খবর প্রচার করে যারা তাদের বিরোধিতা করেছে।
বৃটিশ রাষ্ট্রদূত যে আর্টিকেল লিখেছেন তা পুরোপুরি ক্ষোভের প্রকাশ। কূটনৈতিক পরিভাষার সঙ্গে তা মারাত্মকভাবে অসঙ্গতিপূর্ণ। এ বিষয়ে বৃটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, ক্যারোলাইন উইলসনের আর্টিকেল এ রিপোর্ট লেখা পর্যন্ত উইচ্যাটে পাওয়া যাচ্ছিল। তবে তা এই প্লাটফর্মে শেয়ার করা যাচ্ছিল না।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *