চার ঘন্টার লড়াই জিতে নাদালের সামনে জকোভিচ

সরাসরি সেট জয়ের দ্বারপ্রান্তে গিয়েও সিতসিপাসের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে চ্যালেঞ্জের মুখে পড়লেন নোভাক জকোভিচ। পাঁচ সেট ও চার ঘন্টার লড়াইয়ে অভিজ্ঞ জকোভিচের সঙ্গে পেরে উঠলেন না সিতসিপাস। শুক্রবার ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে স্তেফানোস সিতসিপাসকে জকোভিচ হারিয়েছেন ৬-৩, ৬-২, ৫-৭, ৪-৬, ৬-১ গেমে। ফাইনালে টেনিসের নাম্বার ওয়ান জকোভিচের প্রতিপক্ষ রাফায়েল নাদাল। একই দিন প্রথম সেমিফাইনালে নাদাল ৬-৩, ৬-৩, ৭-৬ গেমে হারিয়েছেন আর্জেন্টিনার ডিয়েগো শোয়ার্জম্যানকে।

পাঁচ বছর পর আবারো রোলাঁ গারোয় মুখোমুখি হবেন টেনিসে দুই মহাতারকা। সেবার কোয়ার্টার ফাইনালে সরাসরি সেটে নাদালকে হারিয়েছিলেন জকোভিচ। চলমান আসরে একটি সেটও হারেননি নাদাল। ক্লে কোর্টের রাজা নাদাল এর আগে ১২ বার ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল খেলে প্রতিবারই জিতেছেন শিরোপা।
জকোভিচ চারবার ফাইনাল খেলে জিতেছেন মাত্র একবার। ১৯ গ্র্যান্ড স্লাম জেতা রাফায়েল নাদালের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে জকোভিচ। ১৭ গ্র্যান্ড স্লাম জয়ী এই সার্বিয়ান ৫৫ লড়াইয়ে জিতেছেন ২৯ বার। সব প্রতিযোগিতা মিলিয়ে ফাইনালে মুখোমুখি দেখাতেও এগিয়ে জকোভিচ। ২৬ বারের মধ্যে জকোভিচ জিতেছেন ১৫ বার। গ্র্যান্ড স্লাম ফাইনালে আগের আটবারের দেখায় দু’জনেই জিতেছেন একবার করে। এবার এগিয়ে যাওয়ার পালা। গ্র্যান্ড স্লামে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে নাদাল। টেনিসের দুই নম্বর তারকা ১৫ বারের দেখায় জিতেছেন ৯ বার। আগামীকাল রোববারের ফাইনালে জকোভিচকে হারালেই নাদাল বসবেন সবচেয়ে বেশি (২০টি) গ্র্যান্ড স্লাম জয়ী রজার ফেদেরারের পাশে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *