চসিক মেয়র পদে পুনর্নির্বাচন চেয়ে শাহাদাতের মামলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে ঘোষিত ফলাফল এবং মেয়র হিসেবে রেজাউল করিম চৌধুরীকে নির্বাচিত ঘোষণা করে প্রকাশিত গেজেট বাতিল করে পুনর্নির্বাচন চেয়ে আদালতে মামলা করেছেন পরাজিত বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন। মামলায় নয়জনকে বিবাদী করা হয়েছে। গতকাল চট্টগ্রামের নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক প্রথম যুগ্ম জেলা জজ খায়রুল আমীনের আদালতে মামলাটি দায়ের করা হয়।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ তৎসহ নির্বাচন বিধিমালা ২০১০ এর ৫৩ নম্বর বিধি ও ২ নম্বর উপবিধি মোতাবেক মামলাটি দায়ের করেছেন শাহাদাত। আদালত মামলা নথিভুক্ত করার আদেশ দিয়েছেন বলে শাহাদাতের আইনজীবী দেলোয়ার হোসেন চৌধুরী জানিয়েছেন।

মামলায় বিবাদীরা হলেন নবনির্বাচিত মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনার, মেয়র প্রার্থী আবুল মনজুর, এমএ মতিন, খোকন চৌধুরী, মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ও মো. জান্নাতুল ইসলাম।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *