চতুর্থ ধাপেও আওয়ামী লীগের জয়জয়কার: ৪৮ মেয়র [২] বিদ্রোহী ৪, বিএনপি ১, স্থগিত ২

বড় ধরনের কোনো অঘটন ছাড়াই গতকাল চতুর্থ ধাপে দেশের ৫৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটে আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছেন এ পর্যন্ত ৪৮টি পৌরসভায়। চারটিতে জয়ী হয়েছেন দলীয় বিদ্রোহীরা। কেবল সাতক্ষীরায় জয় পেয়েছেন বিএনপির প্রার্থী। নির্বাচনে সংঘর্ষ ঘটায় শরীয়তপুরের ডামুড্যা পৌরসভায় দুটি কেন্দ্রে ও নরসিংদী পৌরসভায় ৪টি কেন্দ্রে ফল স্থগিত রাখা হয়েছে। এরমধ্যে নরসিংদী পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী এগিয়ে আছেন। এই ধাপের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত দুজন নারী মেয়র পদে জয়ী হয়েছেন। তারা হলেন ঠাকুরগাঁওয়ে আঞ্জুমান আরা বেগম ও জয়পুরহাটের কালাইয়ে রাবেয়া সুলতানা। আর চট্টগ্রামের সাতকানিয়ায় আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন মো. জোবায়ের। বাংলাদেশ প্রতিদিন, যুগান্তর, বাংলাট্রিবিউন

[৩] তিন ধাপে ১৪৭টি পৌরসভায় ভোট হয়েছে। এতে আওয়ামী লীগ ১১১টি, বিএনপি ৯টি ও স্বতন্ত্ররা ২৫টিতে মেয়র পদে জয় পেয়েছেন। এর বাইরে জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) একটি করে পৌরসভায় জয় পেয়েছেন। তিন ধাপে ৭টি পৌরসভায় বিএনপিসহ অন্য কেউ না থাকায় আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন।

[৪] এদিন দেশের ২৯টি পৌরসভায় ইভিএমে এবং ২৬টি পৌরসভায় ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হয়। প্রতিনিধিদের পাঠানো সংবাদ অনুযায়ী বিজয়ীরা হচ্ছেন:
[১] হিযবুত তাহরীরের ঢাকা ও গাজীপুরের দায়িত্বশীল দুই সদস্য গ্রেপ্তার ≣ [১] সপ্তাহে এক দিন চীনে ফ্লাইট পরিচালনা করবে ইউএসবাংলা, অভ্যন্তরীন ফ্লাইট বন্ধ থাকবে ৪ এপ্রিল পর্যন্ত ≣ [১] পটিয়ায় ১ হাজার ২৫০ পিস ইয়াবাসহ আটক-১

[৫] নৌকা প্রতীকে জয়ী হওয়া ৪৮ মেয়র: রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় আবুল কালাম আজাদ, তানোরে ইমরুল হক ও পবা উপজেলার নওহাটা পৌরসভায় হাফিজুর রহমান হাফিজ, চন্দনাইশে মাহবুবুল আলম খোকা, পটিয়ায় আইয়ুব বাবুল, খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শামসুল হক, বান্দরবান সদরে মোহাম্মদ ইসলাম বেবী, রাঙামাটি সদরে আকবর হোসেন চৌধুরী, পটুয়াখালীর কলাপড়ায় বিপুল চন্দ্র হাওলাদার, কালিহাতীতে নুরুন্নবী সরকার, ময়মনসিংহের ফুলপুরে শশধর সেন, কিশোরগঞ্জের বাজিতপুরে আনোয়ার হোসেন, করিমগঞ্জে মোসলেমউদ্দিন, হোসেনপুরে আব্দুল কাইয়ুম খোকন, রাজবাড়ীর গোয়ালন্দে নজরুল ইসলাম মণ্ডল, নরসিংদীর মাধবদীতে মোশাররফ হোসেন প্রধান মানিক, মুন্সীগঞ্জের মিরকাদিমে আব্দুস সালাম, নেত্রকোনা সদরে নজরুল ইসলাম খান, জামালপুরের মেলান্দহে শফিক জায়েদী রবিন, চট্টগ্রামের চন্দনাইশে মাহবুবুল আলম খোকা ও পটিয়ায় আইয়ুব বাবুল, বরিশালের বানারীপাড়ায় সুভাষ চন্দ্র শীল, মুলাদীতে শফি উজ জামান রুবেল, শেরপুর সদরে মোহাম্মদ গোলাম কিবরিয়া লিটন, শ্রীবরদিতে মোহাম্মদ আলী লাল, টাঙ্গাইলের গোপালপুরে রকিবুল হক ছানা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সৈয়দ মনিরুল ইসলাম, নাটোরের বড়াইগ্রামে মাজেদুল বারী নয়ন, চুয়াডাঙ্গার জীবননগরে রফিকুল ইসলাম, আলমডাঙ্গায় হাসান কাদির গনু, হবিগঞ্জের চুনারুঘাটে সাইফুল আলম রুবেল, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তাকজিল খলিফা কাজল, কুমিল্লার হোমনায় অ্যাডভোকেট নজরুল ইসলাম, দাউদকান্দিতে নাঈম ইউসুফ শেখ, লালমনিরহাটের পাটগ্রামে রাশেদুল ইসলাম সুইট, চাঁদপুরের কচুয়ায় নাজমুল আলম স্বপন, ফরিদগঞ্জে আবুল খায়ের পাটোয়ারী, নোয়াখালীর চাটখিলে মো. নিজামউদ্দিন বিপুল, সোনাইমুড়ীতে নুরুল হক চৌধুরী, লক্ষ্মীপুরের রামগতিতে এম মেজবাহউদ্দিন মিজু, যশোরের চৌগাছায় নূর উদ্দিন আল মামুন হিমেল, বাঘারপাড়ায় কামরুজ্জামান বাচ্চু, বাগেরহাটে খান হাবিবুর রহমান, ফরিদপুরের নগরকান্দায় নিমাই চন্দ্র সরকার, সিলেটের কানাইঘাটে লুৎফুর রহমান, ঠাকুরগাঁওয়ে আঞ্জুমান আরা বেগম, রানীশৈংকলে মোস্তাফিজুর রহমান, জয়পুরহাটের কালাইয়ে রাবেয়া সুলতানা আর চট্টগ্রামের সাতকানিয়ায় মো. জোবায়ের (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।

[৬] স্বতন্ত্র হিসেবে জয়ী আওয়ামী লীগের ৪ বিদ্রোহী: লালমনিরহাটে রেজাউল করিম স্বপন, রাজশাহীর গোদাগাড়ীতে মনিরুল ইসলাম বাবু, রাজবাড়ী সদরে আলমগীর শেখ এবং ময়মনসিংহের ত্রিশালে আনিছুজ্জামান আনিছ।

[৭] বিএনপি থেকে জয়ী একমাত্র মেয়র: সাতক্ষীরা পৌরসভায় তাজকিন আহমেদ চিশতী।

[৮] ভোট স্থগিত: শরীয়তপুরের ডামুড্যা পৌরসভায় দুটি কেন্দ্রে ও নরসিংদী পৌরসভায় ৪টি কেন্দ্রে।

[৯] এ নির্বাচনে ভোট চলাকালে বেশ কিছু পৌরসভায় বিচ্ছিন্ন ভাবে সংঘর্ষের ঘটনা ঘটে। এ কারণে কয়েকটি পৌরসভায় ভোটের দুপুরের মধ্যেই স্বতন্ত্র ও বিএনপির প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *