চট্টগ্রামে সাড়ে ৫ মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত

করোনাভাইরাস
করোনাভাইরাসপ্রতীকী ছবি

চট্টগ্রামে সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৯৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩১। তবে একই সময়ে চট্টগ্রামে করোনায় কেউ মারা যাননি।

আজ বুধবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

প্রায় সাড়ে পাঁচ মাস পর চট্টগ্রামে এক দিনে সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্ত হলো।

চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৭ হাজার ৪৪৬। মোট মারা গেছেন ১ হাজার ৩৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় ৩ হাজার ১৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৮২৯ জন। উপজেলার ১৬০ জন।

আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩ হাজার ১১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৭৩৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৩ দশমিক ৬৭।
বিজ্ঞাপন

দেশে ২০২০ সালের মার্চে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়।

দেশে এখন করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে বলে মনে করেন স্বাস্থ্য অধিদপ্তরের পাবলিক হেলথ অ্যাডভাইজারি কমিটির সদস্য আবু জামিল ফয়সাল।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক। এরপরও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে জনগণের মধ্যে উদাসীনতা রয়েছে। এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি আরও বেড়েছে। স্বাস্থ্য বিভাগসহ সরকারি সংস্থাগুলো সক্রিয়ভাবে মাঠে না নামলে সামনে পরিস্থিতি আরও খারাপ হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *