চক্রান্তের শিকার

বলিউডের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ আনলেন গোবিন্দ। ইচ্ছাকৃতভাবে তাকে দূরে ঠেলে দেয়া হয়েছে, যার জেরে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছিলো এ নায়ককে। এক সাক্ষাৎকারে গোবিন্দ মুখ খুলেছেন ‘কুলি নম্বর ওয়ান’-এর রিমেক নিয়েও। গত বছর ডিসেম্বরেই ওটিটি প্ল্যাটফরম আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে বরুণ-সারার ‘কুলি নম্বর টু’। ২৫ বছর আগে গোবিন্দ-কারিশমা জুটি অভিনীত এ ছবির রিমেক ব্যাপকভাবে সমালোচিত হয়। দুটি ছবিই পরিচালনার দায়িত্বে ছিলেন ডেভিড ধাওয়ান। গত কয়েক বছরে ডেভিড ধাওয়ানের সঙ্গে গোবিন্দর সম্পর্ক একদমই তলানিতে ঠেকেছে। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, আমাকে কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলতে দেখবেন না।
যদিও অন্যরা সব সময়ই আমার বিরুদ্ধে বলে থাকে। গোবিন্দ যোগ করেন, গত ১৪-১৫ বছরে, আমি অর্থ বিনিয়োগ করেছি এবং প্রায় ১৬ কোটি টাকার লোকসান হয়েছে। ইন্ডাস্ট্রির মানুষজন আমার সঙ্গে খুব বাজে ব্যবহার করেছে। সকলে আমার ক্যারিয়ার ধ্বংস করে দিতে চেয়েছে। যদিও সেটা সম্ভব হয়নি। আমি নতুন করে শুরু করছি ২০২১-এ। তার বিরুদ্ধে কি বলিউড চক্রান্ত করেছে? গোবিন্দ বলেন, আমি চক্রান্তের শিকার। কথাতেই আছে, আপনজনেরাও পর হয়ে যায়। ভাগ্য সঙ্গ না দিলে কাছের মানুষরাও চিনতে পারে না।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *