গাইবান্ধার সুন্দরগঞ্জর উপজেলার সেই প্রত্যারক নাছির উদ্দিনকে গ্রেফতার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা)থেকে মোঃ আঃ রাজ্জাক

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জর উপজেলার সেই প্রত্যারক নাছির উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। সে দীর্ঘদিন থেকে নিজেকে শিল্পমন্ত্রীসহ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এমনকি পুলিশের পদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরে প্রতারণার করে আসছিল।এসব প্রত্যারনার অভিযোগের কারণে শনিবার পুলিশ উপজেলার পূর্ব বৈদ্যনাথ গ্রামের বাড়ি থেকে নাছিরকে গ্রেফতার করে। নাছির ওই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। শনিবার রাতে গাইবান্ধা পুলিশ লাইনের এস আই সেলিম মিয়া বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করে । মামলা বলা হয়েছে বিভিন্ন দপ্তরে ফোন করে প্রতারণার মাধ্যমে নানা তদবীর করে আসছিলো নাছির। সম্প্রতি ফোনগুলোর উৎস সম্পর্কে অনুসন্ধান চালালে তার প্রতারনার বিষয়টি পরিস্কার হয়।ফোন লোকেশন সনাক্ত করে তার বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। সুন্দরগঞ্জ থানায় নাসিরের বিরুদ্ধে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। আজ রোববার গাইবান্ধা জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে নাছিরের প্রত্যারণার বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *