খাদ্য সংগ্রহ করতে গিয়ে পদপিষ্ট হয়ে নাইজেরিয়ায় নিহত ৩১

খাদ্য সংগ্রহ করতে গিয়ে নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি চার্চে পদপিষ্ট হয়ে নিহত হয়েছেন কমপক্ষে ৩১ জন। শনিবার সেখানে খাদ্য বিতরণকালে অভাবী মানুষের উপচেপড়া ভিড় হয়। এতে একের পর এক লাশ পড়তে থাকে। দক্ষিণের রিভার্স স্টেটের পোর্ট হারকোর্ট শহরে এই বিপর্যায়ের পর সেখানে পড়ে থাকতে দেখা যায় এসব মানুষের পরিত্যক্ত জুতা ও স্লিপার। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। একটি চার্চ থেকে স্থানীয় পোর্ট হারকোর্ট পোলো ক্লাবে গরিব ও অসহায় মানুষদের মধ্যে খাদ্য ও উপহার সামগ্রি বিতরণ করা হচ্ছিল।

কিন্তু এক পর্যায়ে সেখানে উপচেপড়া মানুষের ভিড় নিয়ন্ত্রণ করতে পারেনি কর্তৃপক্ষ। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ভাগ্যজনক হলো এক পর্যায়ে এত মানুষের ঢল নামে যে তা আর নিয়ন্ত্রণযোগ্য ছিল না। আয়োজকদের সব ব্যবস্থা ভেস্তে যায়। ফলে পদপিষ্ট হয়ে মারা যান ওইসব মানুষ। এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ৩১ জন।
বিজ্ঞাপন
তবে এ বিষয়ে ওই চার্চের কোনো বক্তব্য পাওয়া যায় নি।

নাইজেরিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে খাদ্য বিতরণের সময় এমন বেশ কিছু ট্রাজেডি ঘটেছে। উত্তরের বর্নো রাজ্যে দাতব্য সংস্থার খাদ্য কর্মসূচিতে পদদলিত হয়ে গত বছর মারা গেছেন কমপক্ষে ৭ জন নারী।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *