কোচ পিরলোর রঙিন অভিষেকে উজ্জ্বল রোনালদোও

একটা সময় খেলেছেন জুভেন্টাসে। রোববার ঐতিহ্যবাহী ক্লাবটির কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু হলো ইতালির বিশ্বকাপজয়ী তারকা আন্দ্রে পিরলোর। আর সাম্পদোরিয়ার বিপক্ষে সিরি আ’র অভিষেকে পিরলো পেলেন ৩-০ গোলের জয়। তার রঙিন অভিষেকের রাতে উজ্জ্বল ক্রিস্টিয়ানো রোনালদোও। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী পর্তুগিজ তারকা নিজে করেছেন এক গোল। সতীর্থকে দিয়ে করিয়েছেন আরেকটি। ম্যাচের পর রোনালদোর টুইট, ‘জয় দিয়ে মৌসুম শুরু করাটা সব সময়ই ভালো ব্যাপার।’
নিজেদের আলিয়াঞ্জ স্টেডিয়ামে ১৩তম মিনিটে লিড নেয় টানা ৯ বারের লীগ চ্যাম্পিয়ন জুভেন্টাস। রোনালদোর অ্যাসিস্টে গোল করেন সুইডিশ মিডফিল্ডার দেয়ান কুলুসেভস্কি।

২৪তম মিনিটে রোনালদোকে গোলবঞ্চিত করে ক্রসবার। তবে ৮৮তম মিনিটে অ্যারন রামসের সহায়তায় মৌসুমের প্রথম গোলের স্বাদ নেন রোনালদো। এর আগে ৭৮তম মিনিটে জুভেন্টাসের হয়ে দ্বিতীয় গোলটি করেন ইতালিয়ান ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি।
বড় ব্যবধানে জিতলেও জুভেন্টাসে কিছু দুর্বলতা চোখে পড়েছে। পিরলোও স্বীকার করেছেন, তার দল পারফেক্ট খেলেনি। ৪১ বছর বয়সী সাবেক এই ইতালিয়ান মিডফিল্ডার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রাক মৌসুম দেরিতে শুরু হওয়ায় আমরা প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাইনি। তাছাড়া আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ছিল ফুটবলাররা। মাত্র একটা প্রীতি ম্যাচ ছিল আমাদের। সবকিছুর পর বলতে পারি এটা একটা ভালো অভিষেক এবং আমাদের আরো কিছু বিষয় নিয়ে কাজ করতে হবে।’
জুভেন্টাসের পরবর্তী ম্যাচ ২৭শে সেপ্টেম্বর স্তাদিও অলিম্পিকোতে এএস রোমার বিপক্ষে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *