কাল রাজধানীর এইচএসসি পরীক্ষার্থীদের হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানালো ডিএমপি

বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে পুলিশের প্রস্তুতি সম্পর্কে জানাতে আজ মঙ্গলবার জাতীয় সংসদের সামনে সংবাদ ব্রিফিংয়ের ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা শফিকুল ইসলাম এ অনুরোধ জানিয়েছেন।

[৩] বিজয়ের ৫০ বছর উপলক্ষে আগামীকাল বুধবার ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশে আসবেন। সে কারণে রাজধানীতে বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

[৪] মোহা শফিকুল ইসলাম বলেন, কেউ পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে সমস্যায় পড়লে ৯৯৯ নম্বরে ফোন করতে পারেন। পুলিশ পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে।

[৫] ডিএমপি কমিশনার আরও বলেন, বিজয় দিবস উপলক্ষে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চায় পুলিশ। অন্যান্য বছর এই তৎপরতা থাকে ‘ইউনিফর্ম লেড’ (পুলিশি পোশাকে)। এবার গোয়েন্দা তৎপরতায় জোর দিয়েছে পুলিশ।

[৬] এর পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য আছে কি না কিংবা জঙ্গি হামলার আশঙ্কা আছে কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ বিভিন্ন ইস্যু মাথায় রেখেই নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে।
[১] নিখোঁজের ৩ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার ≣ [১] জলাবদ্ধতা নিরসন প্রকল্পে অবকাঠামোগত ভুল থাকলে সংশোধন করতে হবে: পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ≣ [১] ব্রাসেলসে সশরীরে বৈঠক করবেন ইউরোপীয় কাউন্সিলের নেতারা

[৭] মোহা শফিকুল ইসলাম আরও বলেন, জঙ্গি হামলার আগাম কোনো খবর নেই। জঙ্গিদের কার্যক্রম আকস্মিক। তাই আগাম তথ্য পাওয়া যায় না। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নগরীর আবাসিক হোটেলগুলোয় নিয়মিত অভিযান চলছে।

[৮] এবারের উৎসবে বিদেশ থেকে কয়েক শ অতিথি আসছেন। মোহা শফিকুল ইসলাম বলেন, প্যারেড স্কয়ারে ছয়টা গেট খোলা থাকবে সাধারণ মানুষের জন্য। তবে নিরাপত্তা তল্লাশি ছাড়া কেউ ঢুকতে পারবে না।

[৯] যাতায়াতের সুবিধার জন্য বিলবোর্ডে নির্দেশনা থাকবে জানিয়ে তিনি বলেন, সবাইকে রুট ম্যাপ ধরে এগোতে হবে।

[১০] মোহা শফিকুল ইসলাম আরও বলেন, ‘জীবদ্দশায় সবচেয়ে বড় উৎসব আমরা পালন করতে যাচ্ছি। আমরা নগরবাসীর সহযোগিতা চাই।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *