কানাডায় গেলেই হোটেল কোয়ারেন্টাইনে ২ হাজার ডলার গুণতে হবে

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘোষণা দেওয়ার পর হোটেল কোয়ারেন্টাইনে অন্তত ৩ রাত থাকার পর কোভিড নেগেটিভ সার্টিফিকেট দেখিয়ে কানাডায় ঢুকতে হবে। খরচ হিসেবে কানাডিয় ২ হাজার ডলার সমান হচ্ছে ১৫৭৬ মার্কিন ডলার। ডেইলি মেইল

[৩] আগামী ২২ ফেব্রুয়ারি থেকে এ নতুন বিধি কার্যকর হচ্ছে। ট্রুডো মনে করছেন নতুন এই বিধি তার দেশে কোভিডের নতুন স্ট্রেইন মোকাবেলায় কাজ দেবে। ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল থেকে কোভিডের নতুন স্ট্রেইন কানাডায় ছড়িয়ে পড়ার আশঙ্কায় ট্রুডো এ ঘোষণা দেন।

[৪] অস্ট্রেলিয়া ও ব্রিটেন এর আগেই বিমান যাত্রীদের জন্যে বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইন চালু করেছে। একই বিধি অনুসরণ করছে কানাডা।
[১] কালকিনিতে ট্রাক চাঁপায় ভ্যানযাত্রী নিহত ≣ [১] কুমিল্লায় নৈশ প্রহরীকে পিটিয়ে হত্যা ≣ [১] আদমদীঘির আলোচিত শিহাব হত্যা মামলায় আরও দুইজন গ্রেফতার

[৫] যাত্রীদের কাছ থেকে নেয়া অর্থ হোটেল ভাড়া, নিরাপত্তা, খাবার ও হোটেল কর্মীদের নিরাপদ রাখতে ব্যয় হবে।

[৬] তবে স্থলসীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্র থেকে কানাডায় প্রবেশ করলে এধরনের হোটেল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক না হলেও তাদের কোভিড নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। অবশ্য সীমান্ত দিয়ে কানাডায় যাওয়া আসা করে মাত্র ৫ শতাংশ যাত্রী।

[৭] এ বিধি বসন্তে কানাডায় ফিরে আসতে ইচ্ছুক যাত্রীদের ওপর বিশেষ প্রভাব ফেলবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *