কানাডায় গুলিতে দুই পুলিশসহ নিহত চারজন

কানাডার পূর্বাঞ্চলীয় শহর ফ্রেডরিকটনে গুলিতে দুই পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছে। সন্দেহভাজন একজনকে আট করেছে পুলিশ।পুলিশ সদস্যদের মৃত্যুর বিষয়টি টুইটারে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। ঘটনাস্থলের পরিস্থিতি এখনো পরিষ্কার নয়।বিবিসি বাংলা, হিন্দুস্তান টাইম

[৩]স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের এক সাংবাদিক বলেছেন তিনি সকাল সাতটার দিকে চারটি গুলির শব্দ শুনেছেন।সিসটিভি আটলান্টিকের সাংবাদিক নিক মুর টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে একটি বাড়ির সামনে জরুরী পরিবহন দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

[৪]ফ্রেডরিকটন শহরটি হচ্ছে নিউ বার্ণসইউক-এর রাজধানী। এ শহরে ৫৬ হাজার মানুষ বসবাস করে।কর্তব্যরত থাকা অবস্থায় পুলিশ সদস্য নিহত হবার ঘটনা কানাডায় এর আগেও ঘটেছে।১৯৬১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ১৩৩ পুলিশ সদস্য কর্তব্যরত অবস্থায় নিহত হয়েছে।আমেরিকার তুলনায় কানাডার বন্দুক নিয়ন্ত্রণ আইন কঠোর হলেও সাম্প্রতিক সময়ে সেখানে বন্দুক হামলার ঘটনা বেড়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *