কাজী হায়াৎ আইসিইউতে

গতকাল রবিবার রাত সোয়া ৯টায় গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন কাজী হায়াতের ছেলে চিত্রনায়ক মারুফ।

জানা যায়, টিকা নেয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ। কিন্তু হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেয়ার পর কয়েকদিন কেবিনে থাকলেও আজ (২১ মার্চ) তাকে আইসিইউতে নেয়া হয়েছে।

বাবার অসুস্থতার খবর শুনে আমেরিকা থেকে দেশে ফিরেছেন নায়ক মারুফ। দীর্ঘদিন ধরেই স্ত্রী, সন্তানদের নিয়ে আমেরিকায় বসবাস করছেন মারুফ। বাবার অসুস্থতার কথা শোনা মাত্রই দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। গেলো ১৬ মার্চ কাজী হায়াৎকে হাসপাতালে ভর্তির পরদিন (১৭ মার্চ) ঢাকা ফিরেই বাবাকে দেখতে হাসপাতালে ছুটে যান মারুফ। বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
[১] দূ’কূল হারানো ট্রাম্পের কাঁধে ঋণের বোঝা, আগামী সপ্তাহেই হবে অভিশংসনের বিচার, হতে পারে ফৌজদারী মামলা ≣ [১]রাজবাড়ীর গোদার বাজার এলাকার পদ্মার পাড় : সম্ভাবনাময় একটি পর্যটন স্পট ≣ [১] অপহরণকারীরা মুক্তিপণ না পেয়ে প্রবাসীর শিশু সন্তানকে হত্যা করে

প্রসঙ্গত, এর আগে চলতি মাসের ২ তারিখ রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে সস্ত্রীক করোনার টিকা নিয়েছিলেন কাজী হায়াৎ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *