করোনায় সংক্রমিত জামালপুরের এমপি ফরিদুল

জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল (৬৭) করোনায় সংক্রমিত হয়েছেন। জেলার  সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংসদ সদস্য ফরিদুল গত ১ জুন করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। বুধবার রাতে তার ফলাফল ‘পজিটিভ’ এসেছে। 

টানা তিনবারের নির্বাচিত এমপি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক খান দুলাল করোনাভাইরাস মহামারীর শুরু থেকেই তিনি নির্বাচনী এলাকায় অবস্থান করছেন। এমপি ফরিদুল হক জামালপুরে নিজের বাসাতেই চিকিৎসা নিচ্ছেন বলেও জানান সিভিল সার্জন।

ইসলামপুরের এমপি ফরিদুল ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, নারী ভাইস চেয়ারম্যান রোজীনা আক্তার করোনায় সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছেন জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান।

তিনি জানান, গতকাল বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় জামালপুরে নতুন করে ৫৩ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

আক্রান্তদের ১৭ জন ইসলামপুরের। এছাড়াও বকশীগঞ্জের ১৮ জন, সদরের আটজন, দেওয়ানগঞ্জের তিনজন, মাদারগঞ্জের দুজন এবং মেলান্দহের একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩০৭ জনে। জামালপুরে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন, ১৩২ জন সুস্থ্য হয়ে উঠেছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *