করোনার নতুন ধারার বিরুদ্ধে কম কার্যকরী হওয়ায় অক্সফোর্ডের টিকা প্রদান স্থগিত করলো দক্ষিণ আফ্রিকা

দুই হাজার ব্যক্তির ওপর গবেষণা চালিয়ে দেখা গিয়েছে ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনার টিকা ‘কোভিশিল্ড’ দক্ষিণ আফ্রিকাতে ছড়িয়ে পড়া কোভিড-১৯ এর নতুন ধারাটির বিরুদ্ধে কম সুরক্ষা দেয়। বিবিসি/সিএনএন

[৩] বিজ্ঞানীরা বলছেন, দক্ষিণ আফ্রিকার প্রায় ৯০ শতাংশ করোনা রোগীর নতুন এই ধারাটিতে আক্রান্ত।

[৪] দক্ষিণ আফ্রিকা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ১০ লাখ ডোজ হাতে পেয়েছে ও আগামী সপ্তাহে টিকা দিতে যাচ্ছিলো।
নিরাপত্তা ঝুঁকিতে বিভিন্ন দেশের উড়োজাহাজ এড়িয়ে চলছে ইরাক-ইরান ≣ [১] রাষ্ট্রপতি দেশে ফিরেছেন ≣ হিলিতে মেয়র কাপ ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

[৫] সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জুয়েলি মিখাইজি বলেন, ‘সরকার গবেষকদের পরবর্তী পরামর্শের জন্য অপেক্ষা করবে।’ তিনি আরো জানান, শীঘ্রই সরকারের হাতে জনসন এন্ড জনসন ও ফাইজারের টিকার আসবে।

[৬] গবেষণার নেতৃত্ব দেয়া অধ্যাপক সাবির মাহাদি বলেন, ‘দুর্ভাগ্যবশত, অক্সফোর্ডের টিকা কোভিডের নতুন ধারাজনিত উপসর্গ ও অসুস্থতা প্রতিরোধে কাজ করছে না। তবে মারাত্মকভাবে অসুস্থ হওয়া থেকে এটি রোগীকে রক্ষা করা কি না তা এখনো জানা যায় নি।

[৭] বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজন পড়লে নতুন ধারার বিরুদ্ধে কার্যকর করার জন্য কয়েকমাস বা সপ্তাহের মধ্যে এই টিকার পুনঃনকশা ও ভিন্নতা আনা যাবে।

[৮] প্রাথমিক পরীক্ষার পর মার্কিন ফার্মা মর্ডানা বলেছিলো তাদের টিকা দক্ষিণ আফ্রিকায় ছড়িয়েপড়া করোনার নতুন ধারার বিরুদ্ধে কার্যকর। অ্যাস্ট্রাজেনেকাও বলেছিলো ব্রিটেনে ছড়িয়ে পড়া করোনার নতুন ধারার বিরুদ্ধে তাদের টিকা উল্লেখযোগ্য সুরক্ষা দেবে। ফাইজার-বায়োএনটেকও প্রাথমিক পরীক্ষায় নতুন ধারার বিরুদ্ধে নিজেদের টিকার সুরক্ষা প্রদানের কথা জানায়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *