এমবাপ্পের যে কীর্তি নেই মেসি-রোনালদোরও

কিলিয়ান এমবাপ্পের নামের পাশে যুক্ত হলো আরেকটি অর্জন। লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোরও এমন কীর্তি নেই। সবচেয়ে কম বয়সে ইউরোপের শীর্ষ লীগে নির্দিষ্ট কোনো দলের হয়ে দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়েছেন এমবাপ্পে। তার জোড়া গোলের সুবাদে রোববার মোনাকোকে ২-০ ব্যবধানে হারায় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

এই জয়ে নিকট প্রতিদ্বন্দ্বী মার্শেইয়ের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে লিগ ওয়ানের শীর্ষস্থান আরো পোক্ত করেছে পিএসজি।
নিজেদের পার্ক দেস প্রিন্সেস মাঠে ১২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ২২ বছর বয়সী এমবাপ্পে। বিরতির আগে মেসির অ্যাসিস্টে দ্বিতীয় গোল করেন তিনি। ম্যাচ শেষে ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকা বলেন, ‘প্রথমার্ধেই ব্যবধান গড়ে ফেলি আমরা। দ্বিতীয়ার্ধটা যদিও একটু ধীরগতির ছিল।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা ম্যাচটা জিতেছি। আমি খেলতে ভালোবাসি, প্রত্যেক ম্যাচেই খেলতে চাই এবং বছর শেষ হওয়া পর্যন্ত খেলা চালিয়ে যেতে চাই।’

এমবাপ্পের ফুটবলার হয়ে উঠার পেছনে মোনাকোর অবদান সবচেয়ে বেশি। তবে সাবেক ক্লাবকে চুল পরিমাণও ছাড় দিলেন না তিনি। এমবাপ্পে বলেন, ‘মোনাকোর সঙ্গে আমার অনেক দারুণ স্মৃতি আছে। আমি সেখানে বেড়ে উঠেছি। কিন্তু এখন আমি পিএসজিতে খেলছি, পিএসজির হয়েই নিজের সবটুকু উজার করে দিচ্ছি।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *