এবার বেলি মুজিঙ্গার বিচারের দাবিতে বিক্ষোভ!

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র এখন জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে উত্তাল। সেই বিক্ষোভের ঢেউ লেগেছে যুক্তরাজ্যেও। উঠে এসেছে ঘৃণ্য বর্ণবাদী আচরণে মৃত্যু হওয়া আরেক কৃষ্ণাঙ্গ নারীর নাম।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৪৯ বছর বয়সী বেলি মুজিঙ্গা নামের এই নারী রেলস্টেশনের একজন কর্মী ছিলেন। স্টেশনে কাজ করার সময় করোনা আক্রান্ত এক শ্বেতাঙ্গ তার ও এক সহকর্মীর ওপর থু থু ছিটিয়েছিল। এতে করোনা আক্রান্ত হয়ে গত ৫ এপ্রিল মারা যান বেলি।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তখন একটি মামলাও দায়ের করছিলেন বেলির স্বামী লুসাম্বা কাতালেই। তবে এতদিনেও সে অভিযোগের কোনো সুরাহা হয়নি। জর্জ ফ্লয়েড হত্যার বিচারের সঙ্গে এই বেলি মুজিঙ্গার বিচার দাবি করছেন বিক্ষোভকারীরা।

বেলি মুজিঙ্গার বিচারের দাবি সামনে আসায় গতকাল শনিবার যুক্তরাজ্যের দ্য ক্রাউন প্রসেকিউশন সার্ভিসকে পুনরায় ঘটনার অনুসন্ধানের জন্য বলা হয়েছে বলে একটি প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য সানডে টাইমস।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *