এবছর অন্য দেশ থেকে হজে যাওয়া হচ্ছে না

বিশ্বজুড়ে করোনা মহামারীর মধ্যে ‘সীমিত পরিসরে’ হজ পালনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির সরকার সিদ্ধান্ত নিয়েছে, সেই দেশে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে সীমিতসংখ্যক ব্যক্তি এবার হজে অংশ নেওয়ার সুযোগ পাবেন। নতুন করে অন্য দেশ থেকে কেউ হজে পালনে যেতে পারবেন না।

গতকাল সোমবার (২২ জুন) সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইসলামের চতুর্থ স্তম্ভ বলা হয় হজকে। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য জীবনে একবার হজ সম্পাদন করা ফরজ বা আবশ্যিক। প্রতিবছর আরবি জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ সারাবিশ্ব থেকে প্রায় ২৫ লাখ মানুষ হজে অংশ নেয়। 

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের যেসব নাগরিক বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন, কেবল তাদের মধ্য থেকেই কেউ কেউ এবার হজ পালনের সুযোগ পাবেন। ঘোষণায় আরও বলা হয়েছে, করোনাভাইরাস মহামারি চলতে থাকায় এবং বিশাল জনসমাগমের মধ্যে করোনার বিস্তার ঘটার ঝুঁকি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *