এক্স সিরিজের দুটি নতুন ফোন নিয়ে আসছে নকিয়া

এইচএমডি গ্লোবাল নকিয়া শিগগিরই ‘এক্স’ সিরিজের নতুন দুটি ফোন লঞ্চ করতে পারে। এ দুটি ফোনের নাম হবে নকিয়া এক্স ১০ এবং নকিয়া এক্স ২০। দুটি ফোনেই থাকবে ৫জি কানেক্টিভিটি।

নকিয়া পাওয়ার ইউসারের রিপোর্ট অনুযায়ী, নকিয়া এক্স১০ ফোনটি ৬ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজসহ বাজারে আসবে। এর মূল্য রাখা হবে ৩০০ ইউরো (প্রায় ৩০ হাজার টাকা)। রিপোর্টে বলা হয়েছে ফোনটি সাদা ও সবুজ রঙে পাওয়া যাবে। এদিকে নকিয়া এক্স ২০ ফোনটি ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজসহ বাজারে আসবে। এর মূল্য রাখা হবে ৩৪৯ ইউরো (প্রায় ৩৫,০০০ টাকা)। এটি দুটি কালারে বাজারে আসবে—ব্লু ও স্যান্ড।

এ ফোনগুলোতে স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মিড রেঞ্জের এ ফোন দুটিতে থাকতে পারে ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা, ৪০০০ এমএএইচের ব্যাটারি, ওয়াটার ড্রপ নচ বা পাঞ্চ হোল ডিসপ্লে এবং অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *