ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে সিম্পোজিয়ামের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

করোনাকালীন দেশের অনলাইন শিক্ষা ব্যবস্থার অগ্রগতি ভবিষ্যতে শিক্ষাখাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

দেশ-বিদেশের বিখ্যাত স্কলারদের নিয়ে শুক্রবার (১৩ নভেম্বর) ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় আয়োজিত দুই দিনব্যাপী (১৩-১৪ নভেম্বর) অনলাইন সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, আমাদের শিক্ষার্থীরা প্রচলিত শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিয়য়ে দক্ষতামূলক শিক্ষায় শিক্ষিত হয়ে যেন আন্তর্জাতিক মানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সরকার সেদিকে জোর দিচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এসএম মহিউদ্দিন জানান, এ সিম্পোজিয়ামে এশিয়া, ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার বিখ্যাত অধ্যাপকরাসহ কয়েকশ শিক্ষক এবং গবেষক অংশগ্রহণ করছেন। করোনাকালীন শিক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেবেন তারা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *