ইউক্রেন আমাদের অংশ, আমরা ইইউয়ের মধ্যে দেখতে চাই: ইইউ প্রেসিডেন্ট

ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন ‘ইউরোনিউজের এক সাক্ষাৎকারে বলেন, অনেকগুলো বিষয় রয়েছে, যেখানে আমরা ইউক্রেনের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করি। বস্তুত সময়ের সাথে সাথে, তারা আমাদেরই একজন। আমরা তাদেরকে এই গোষ্ঠীর (ইইউ) মধ্যে দেখতে চাই। রয়টার্স

[৩] ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট আরো বলেন, ইউক্রেনের সঙ্গে আমাদের একটি প্রক্রিয়া রয়েছে, যেমন- ইউক্রেনের বাজারকে একক বাজারে একীভূত করা। উদাহরণস্বরূপ, বিদ্যুৎ গ্রিডেও আমাদের খুব ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে।

[৪] ইইউ-এর ইতিহাসে প্রথমবারের মতো যুদ্ধরত কোনো দেশে অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে। একটি সূত্র রয়টার্সকে বলে, ইউক্রেনে ৪৫০ মিলিয়ন ইউরো মূল্যের (৫০৭ মিলিয়ন ডলার) অস্ত্র পাঠাবে ইইউ।

[৫] ইউক্রেন ৪৪ মিলিয়ন মানুষের একটি গণতান্ত্রিক দেশ। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন পতনের সময় মস্কো থেকে স্বাধীনতা লাভ করে। পরে ন্যাটো ও ইইউতে যোগদানের জন্য ইউক্রেনকে চাপ দেওয়া হয়। রাশিয়া ন্যাটো ও ইইউতে যোগদানের তীব্র বিরোধিতা করে আসছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *