আশাবাদী চঞ্চল

দুই পর্দার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। করোনার এই ক্রান্তিকালে ঘরেই থাকছেন। শুটিং শুরু হলেও তিনি এখনই কাজ করতে চান না। আরো কিছু দিন যাবার পরেই শুটিংয়ে ফেরার বিষয়টি ভাববেন বলেও জানান। এদিকে মুক্তির অপেক্ষায় আছে এই অভিনেতার দুটি চলচ্চিত্র। লকডাউনের আগেই ছবি দুটির শুটিং শেষ করেছেন তিনি। ছবি দুটি হলো- ‘মনপুরা’ খ্যাত পরিচালক গিয়াসউদ্দিন সেলিমের ‘পাপপুণ্য’ ও মেজবাউর রহমান সুমনের প্রথম চলচ্চিত্র ‘হাওয়া’। ‘পাপপুণ্য’ চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন একজন চেয়ারম্যানের ভূমিকায়।

অন্যদিকে সমুদ্রপাড়ের জেলেদের সংগ্রামী জীবনের গল্প নিয়ে নির্মাণ হয়েছে ‘হাওয়া’। এতে চঞ্চলকে মাঝির চরিত্রে দেখা যাবে। দুটি ছবি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন আমি আশাবাদী ছবি দুটি নিয়ে। একইসঙ্গে বিশ্বাস করি সিনেমায় যে ধারা চলছে, সে ধারাকে আরো শক্তিশালী করবে এ দুটি সিনেমা। বরাবরই গল্প ও চরিত্র পছন্দ না হলে আমি চলচ্চিত্রে কাজ করি না। তাই আমার ছবির সংখ্যাও কম। লকডাউনের পরিস্থিতি স্বাভাবিক হলেই ছবি দুটির মুক্তির তারিখ নির্ধারণ করা হবে। এই অভিনেতার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হলো অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *