আবুধাবিতে ম্যাচ হওয়ায় টাইগারদের সমীহ করছে ইংল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ইংল্যান্ড। অপরদিকে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে থেকেও হারের স্বাদ পায় বাংলাদেশ। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বিকাল ৪টায় আবুধাবিতে মুখোমুখি হবে দুই দল। জয়ে শুরু করায় আত্মবিশ্বাসের জায়গায় টাইগারদের চেয়ে এগিয়ে থাকবে ইংলিশরা। তবে আবুধাবিতে ম্যাচ হওয়ায় বাংলাদেশকে নিয়ে সতর্ক জস বাটলার। ইংলিশ উইকেটকিপার-ব্যাটার মনে করেন, বাংলাদেশের মতো কন্ডিশন হওয়ায় আবুধাবিতে সুবিধা পাবে মাহমুদুল্লাহ-সাকিবরা।
ঘরের মাঠে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়াকে পর্যদুস্ত করেছে বাংলাদেশ। টাইগার বোলারদের দাপটে পাত্তাই পায়নি অজি-কিউইরা। আবুধাবির কন্ডিশন বিচারে বাংলাদেশ সমীহ করছেন জস বাটলার।

তিনি বলেন, ‘বাংলাদেশ ঘরের মাঠে খুবই ভালো দল। আবুধাবির কন্ডিশন অনেকটা তাদের ঘরের মাঠের মতোই। গত কয়েক বছর ওরা ঘরের মাঠে অনেক সাফল্য পেয়েছে। এখানে যে ধরনের কন্ডিশন থাকবে, সেটার সঙ্গে ওদের পরিচয় থাকার কথা। আমরা কঠিন চ্যালেঞ্জই প্রত্যাশা করছি।’
টাইগারদের স্পিন শক্তির প্রশংসা করে বাটলার বলেন, ‘বাংলাদেশ স্পিন নির্ভর দল। ওরা অনেক বেশি স্পিনার খেলায়। সাকিব আল হাসান বিশ্বজুড়ে অনেক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। ও অনেক অভিজ্ঞ ক্রিকেটার। আর মোস্তাফিজুর রহমান তার বাঁহাতি পেস বোলিং আর স্লোয়ার বলের কারণে বেশ কার্যকর।’
বাটলার বলেন, ‘ওদের ব্যাটসম্যানরা উুইকেটের স্কয়ারে খুব শক্তিশালী। সাকিব, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদরা অনেক দিন ধরে খেলছে। দলটায় অনেক ম্যাচ জেতানো ক্রিকেটার আছে।’
প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে নাকানিচুবানি খাইয়েছে ইংল্যান্ড। শুরুর সাফল্যটা ধরে রাখতে চান বাটলার। তিনি বলেন, ‘জয়ের ছন্দটা এই সংস্করণে গুরুত্বপূণ। আমাদের সেটা ধরে রাখতে হবে। এখানো কোনো ভুলের সুযোগ নেই। কারণ এই সংস্করণে যে কেউই যে কাউকে হারাতে পারে। আমরা সেই সুযোগটা দিতে চাই না।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *