আপত্তি নেই নাদিয়ার

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। গেল শনিবার থেকে ফের শুটিং শুরু করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কাজের মধ্য দিয়ে এই গ্ল্যামারকন্যা ক্যামেরার সামনে দাঁড়ান। এছাড়া সম্প্রতি তিনি শুরু করেছেন সিরিয়ালের শুটিংও। আরটিভির ‘গোলমাল’ শিরোনামের সিরিয়ালের শুটিং করছেন তিনি। টানা তিনদিন এর শুটিং করবেন। এর আগে করোনা সংক্রমণ বৃদ্ধি ও ঈদের ছুটিসহ বেশ কিছুদিন শুটিং থেকে দূরে ছিলেন তিনি। কাজে ফিরে কেমন লাগছে? তার ভাষ্য, নাচ-অভিনয়ের বাইরে আমার আর কোনো কাজ নেই।
তাই সবসময় কাজের মধ্যেই থাকতে চাই। তবে আমাদের সময়টা এখন খারাপ যাচ্ছে। তাই অনেক সময় চাইলেও পুরো সময় কাজে দেয়া যাচ্ছে না। তবে এখন থেকে নিয়মিত অভিনয় করবো। কাজের ব্যস্ততা কেমন? অভিনেত্রী বলেন, প্রচার চলতি ধারাবাহিকগুলোর বাইরে ইতিমধ্যে ঈদের নাটকের শুটিং শুরু করেছি। এটি জুয়েল হাসানের সাত পর্বের একটি ঈদের নাটক। এদিকে ১লা জুন থেকে নাগরিক টিভিতে এই অভিনেত্রীর ‘কর্পোরেট ভালোবাসা’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক প্রচারে এসেছে। এটি নির্মাণ করেছেন সাজিন আহমেদ বাবু। এর বাইরে নাগরিক টিভিতে সোহাগ কাজির ‘বউ বিরোধ’, বাংলাভিশনে ‘বিদেশি গ্রাম’, দেশ টিভিতে ‘ফ্যামিলি ফ্যান্টাসি’ ধারাবাহিকগুলো প্রচার হচ্ছে। আর প্রচারের অপেক্ষায় আছে আল হাজেনের ‘মধুমতি’, এস এম শাহিনের ‘মধুপুর’ ও আরটিভির ‘গোলমাল’ ধারাবাহিক। বছরের সিংহভাগ সময় এই অভিনেত্রী ধারাবাহিক নাটকেই ব্যস্ত থাকেন। অনেকে নাদিয়াকে ‘সিরিয়াল কন্যা’ বলেও মন্তব্য করেন। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, অভিনয় আমার পেশা। এর বাইরে তো অন্যকিছু করার সুযোগ নেই। ধারাবাহিক নাটকের মধ্য দিয়ে সবসময় দর্শকের সঙ্গে থাকা যায়। আমিও ধারাবাহিকে ভালো গল্প ও চরিত্রে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে ধারাবাহিক নাটকে কাজ করলেও সিঙ্গেল নাটক বাদ দিচ্ছি না। গেল ঈদেও কয়েকটি সিঙ্গেল নাটকে কাজ করেছি। ডিজিটাল প্ল্যাটফরমেও অভিনেত্রী নাম লিখিয়েছেন। ওটিটি প্ল্যাটফরম ‘বিঞ্জ’র জন্য একটি কাজ করেছেন । ভালো গল্প ও চরিত্র পেলে ওটিটির জন্য কাজ করতে আপত্তি নেই বলেও জানান তিনি। কয়েকটি প্রস্তাবও আছে ওয়েবের। ব্যাটে বলে মিললে সেগুলোতে কাজ করবেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *